লেখা ও ছবি- সুমন শেখ: এখন আর বেদে পরিবারকে আগের মতো নদীর ধারে নৌকায় দেখা যায় না। সাধারণত ফাঁকা স্থানে অথবা খাস জমিতে গড়ে উঠে বেদে সম্প্রদায়ের অস্থায়ী আবাসস্থল।
বাসনপত্র ধোয়ার কাজে ব্যস্ত বেদে রাহেলা বিবি।
ধান মাড়াইয়ে ব্যস্ত বেদে পরিবার।
সবাই যখন বিভিন্ন কাজে ব্যস্ত, তখন তাদের বাচ্চারা খেলায় মগ্ন।
পরিবারের জন্য রান্না করছেন এক গৃহিণী।
বেদে পরিবারের মধ্যে পুরুষদের প্রধান আয়ের উৎস বানর খেলা দেখানো।
বেদে পরিবারে প্রযুক্তির ছোঁয়া, সোলার প্যানেল ব্যবহার করে বিদুতের চাহিদা মেটাচ্ছেন বেদেরা।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৬
টিআই