বুড়িগঙ্গা পাড়ি দিয়ে প্রতিদিন রাজধানীতে যাতায়াত করেন হাজারো মানুষ। জীবিকার তাগিদে নিত্য শহরে আসা এসব মানুষের অন্যতম বাহন ছোট ছোট ডিঙি নৌকা।
বুড়িগঙ্গায় কুড়িটি নৌকা রয়েছে মো. ইব্রাহিমের। তবুও যাত্রী চাহিদার কথা মাথায় রেখে তৈরি করছেন আরও একটি নৌকা। মিস্ত্রির সঙ্গে নৌকা বানানোর কাজে নিজেও জুড়েছেন হাত।
হাতের আঙুলে আলকাতরা মাখিয়ে নৌকার ফাঁকাগুলো বন্ধ করছেন নৌকা মিস্ত্রি বাবুল।
পানিতে নামানোর আগে নৌকার শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ করছেন মিস্ত্রি হারুন।
চকচকে নতুন নৌকাটি যাত্রী বহনে সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি নৌকা দিন প্রতি ৪০ টাকায় ভাড়ায় চলে যায় মাঝিদের হাতে।
বুড়িগঙ্গার তীরে যাত্রীদের জন্য প্রতীক্ষা করছেন মাঝিরা।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
এমজেএফ