ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

জমিদার বাড়ির স্মৃতি বুকে দাঁড়িয়ে অর্ধশতাব্দীর মুড়াপাড়া কলেজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, মে ৭, ২০১৬
জমিদার বাড়ির স্মৃতি বুকে দাঁড়িয়ে অর্ধশতাব্দীর মুড়াপাড়া কলেজ ছবি: কাশেম হারুন - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এক সময় সেখানে ছিল প্রভাবশালী জমিদার বাড়ি। স্থানীয়দের ভাষায়, মঠেরঘাট জমিদার বাড়ি।


নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মুড়াপাড়া ইউনিয়নের ওই বাড়িটি এখন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ।

স্থানীয় বাসিন্দা ফকির চাঁন মিয়ার (৯০) সঙ্গে কথা বলে জানা যায়, এই বাড়িটি ছিল আশুতোষ ব্যানার্জী ও জগদীশ ব্যানার্জি নামে দুই ভাইয়ের বাড়ি। তারা ছিলেন এই অঞ্চলের প্রভাবশালী জমিদার।

ফকির চাঁন মিয়ার মতো স্থানীয় অন্য বাসিন্দারা জানান, তারা শুনেছেন বাড়িটি ৫২ একর জমি নিয়ে বিস্তৃত ছিল।

বাড়ির সামনে একটি বিশাল পুকুর। পেছনে তুলনামূলক আরেকটি ছোট পুকুর।

বাড়ির পাশেই রয়েছে একটি আম বাগান। প্রধান সড়কের সঙ্গেই রয়েছে দু’টি পুরনো মন্দির বা মঠ। যা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

এই জমিদার বাড়ির গোড়াপত্তন স্থানীয়রা কেবল ব্রিটিশ আমলের জানেন বলেই জানান।

তারা বলছিলেন, উপমহাদেশে একবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধলে নামমাত্র মূল্যে স্থানীয়দের কাছে সমস্ত সম্পত্তি বিক্রি করে ভারত চলে যান জমিদাররা।

পরবর্তী সময়ে ১৯৬৬ সালে বাড়িটি স্কুলে পরিণত হয়। পর্যায়ক্রমে তা মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ হয়ে গড়ে ওঠে।

কলেজের আদলে অস্তিত্ব ধরে থাকা এ পুরাতন জমিদার বাড়ি দেখতে এখন অনেকেই ছুটির দিনে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন মুড়াপাড়ায়। মুড়াপাড়ায় দেখা যায় পিকনিকের আয়োজনও।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।