ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১০ মে ২০১৬, মঙ্গলবার। ২৭ বৈশাখ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৫০৩ - কলম্বাস কেম্যান দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন।
• ১৯১৬ - আমস্টারডামে শিপপোর্ট জাদুঘর খোলা হয়।
• ১৯৩৩ - বার্লিন বিশ্ববিদ্যালয়ের সামনে নাৎসিরা পঁচিশ হাজার বই পুড়িয়ে দেয়।
• ১৯৪০ - নেদারল্যান্ড, লুক্সেমবার্গ ও বেলজিয়াম দখল করে জার্মানি।
• ১৯৪১ - ব্যাপক বোমা বর্ষণের ফলে লন্ডনের হাউস অব কমন্স ধ্বংস হয়।
জন্ম
• ১৭৬০ - ফরাসি জাতীয় সঙ্গীতের গীতিকার ক্লদ জোসেফ রুজে দ্য লিল।
• ১৮৬৩ - বাঙালি লেখক ও বাংলা মুদ্রণের পথিকৃৎ উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ১৮৬৩ সালের ১০ মে ময়মনসিংহ জেলার মসূয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। লেখক, চিত্রশিল্পী, প্রকাশক, জ্যোতির্বিদ, বেহালাবাদক ও সুরকার হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার হাত ধরেই শুরু হয় জনপ্রিয় সন্দেশ পত্রিকার পথচলা। উপেন্দ্রকিশোরের জনপ্রিয় সৃষ্টি, গুপি গাইন বাঘা বাইন, টুনটুনির বই ও ছেলেদের রামায়ণ ইত্যাদি।
• ১৯৭৪ - ফরাসি ফুটবল খেলোয়ার সিল্ভ্যাঁ উইল্টর্ড।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসএমএন/এএ