ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

রঙিন কাগজ দিয়ে মৌমাছির নান্দনিক বাড়ি!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, মে ১২, ২০১৬
রঙিন কাগজ দিয়ে মৌমাছির নান্দনিক বাড়ি!

ঢাকা: সৃজনশীল মৌমাছির নান্দনিক বাড়ি এটি! দৃষ্টিনন্দন বাড়িটি ইতালির একটি বৈজ্ঞানিক পরীক্ষারও অংশবিশেষ।

 

ইউনিভার্সিটি অব ফ্লোরেন্সের এক শিক্ষার্থী রঙিন কাগজ কেটে কতগুলো বন্দি মৌমাছিকে দেন।

মৌমাছিরা সেগুলো দিয়ে একটি সাইকেডেলিক হাইভ তৈরি করে।

বায়োলজির শিক্ষার্থী মাত্তিয়া মেনচেত্তি উপলব্ধি করেন, ইউরোপিয়ান মাল্টিকালার কাগজ দিয়েও মৌমাছিরা যুগ্ম মালিকানার বাসা তৈরিতে কম দক্ষ নয়।

 

পরীক্ষাটি উদ্দেশ্যমূলক ছিলো, তবে পোকামাকড়ের পৃথিবীতে মানুষের হস্তক্ষেপ কার্যকর ও সমানভাবে বিস্ময়কর ফলাফল সৃষ্টি করেছে।

মৌমাছিদের রহস্য এখানেই শেষ নয়, ২০১২ সালে এক ফরাসি মৌমাছি খামারে সবুজ ও নীল মধু আবিষ্কার করা হয়। ঘটনা তলিয়ে দেখা যায়, মৌমাছিরা পার্শ্ববর্তী বর্জ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট থেকে ‘এমঅ্যান্ডএমএস’ রঙিন ক্যান্ডির শেল থেকে চিনি সংগ্রহ করেছিলো বলেই এই রঙিন মধু পাওয়া যায়।    

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসএমএন/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।