ঢাকা: বড় বা ছোট- সহানুভূতি সব প্রাণীর মধ্যেই রয়েছে। বড় প্রাণী হলেই যে ছোট প্রাণীকে হামলা করে বসবে তা নয়।
হাঁসছানাটি পুকুর থেকে উঠতে পারছিলো না। মা-ও কাছে নেই, কে তুলে দেবে। মা হয়তো ভুলেই তাকে জলে ফেলে গেছে। ওই পুকুরে ছিলো দুটো জলহস্তি। বিপদ দেখে এগিয়ে এলো তাদের একটি।
মুখ বাড়িয়ে তাকে উপরে তুলে দিতে চেষ্টা করলে ছানাটি ভয়ে এদিক ওদিক সাঁতরাতে শুরু করলো। হয়তো সে ভেবেছিলো জলহস্তি তাকে খেতে আসছে।
জলহস্তির মতো ঢাউস প্রাণীটাও যে তার মতো ছোট্ট ডানার হাঁসকে মায়া করতে পারে তা বোঝার জন্য ছানাটি হয়তো বেশিই অবুঝ। তারপর আর কি, আরেকটি জলহস্তি এসে মুখ দিয়ে ছানাটিকে উপরে তুলে দিলো আর হাঁসছানা ছফফটিয়ে উদাসমনে হেঁটে বেড়ানো মায়ের কাছে চলে গেলো।
নিশ্চই সে নিজের মাকে বলতে ভোলেনি, জানো মা জলহস্তি দুটো কী যে ভালো!
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসএমএন/এএ