ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
১৭ মে ২০১৬, মঙ্গলবার। ৩ জ্যৈষ্ঠ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
• ১৯২০ - বিশ্বের প্রথম যাত্রীবাহী বিমান KLM চলাচল শুরু করে।
• ১৯৭৭ - আন্তর্জাতিক মিউজিয়াম কমিটির ১২তম সম্মেলনের ঘোষণাপত্র অনুযায়ী এ দিনটিকে বিশ্ব মিউজিয়াম দিবস হিসেবে নামকরণ করা হয়।
• ১৯৮১ - শেখ হাসিনা ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর প্রথম স্বদেশ প্রত্যাবর্তন করেন।
• ১৯৯৪ - মালাবিতে ৩০ বছরের মধ্যে প্রথম বহুদলীয় নির্বাচন অনুষ্ঠিত।
• ১৯৯৯ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক হয়।
জন্ম
• ১৯৪০ – আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী অ্যালান কেই।
মৃত্যু
• ১৯১৩ - বাঙালি কবি, গীতিকার, ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে উঠেছেন তিনি। কিশোর বয়সে কবিতা লিখতে শুরু করেন। তার লেখা পাঁচশো গান দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা কাব্যগ্রন্থগুলোর মধ্যে আর্যগাথা (১ম ও ২য় ভাগ) ও মন্দ্র বিখ্যাত। এছাড়াও তার রচিত বিখ্যাত নাটকগুলোর মধ্যে একঘরে, কল্কি-অবতার, বিরহ, সীতা, তারাবাঈ, দুর্গাদাস, রানা প্রতাপসিংহ, মেবার পতন, নূরজাহান, চন্দ্রগুপ্ত, সিংহল-বিজয় ইত্যাদি উল্লেখযোগ্য।
• ১৯৫৮ – বিখ্যাত বাঙালি নৃত্যশিল্পী বুলবুল চৌধুরী। নৃত্যশিল্পের বাইরেও লেখক হিসেবে তার খ্যাতি ছিলো। ১৯৪২ সালে তার উপন্যাস প্রাচী প্রকাশিত হয়। বুলবুলের লেখা ছোটগল্প অনির্বাণ রুশ ভাষায় অনুদিত হয়েছে। তার অন্যান্য লেখার মধ্যে রয়েছে - আরাকান ট্রাংক রোড ও পাদপ্রদীপ।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, মে ১৭, ২০১৬
এসএমএন/এটি