ঢাকা: বাংলাদেশ নাতিশীতষ্ণ জলবায়ুর দেশ। ষড়ঋতুর দেশ হিসেবেও আছে পরিচিতি।
গ্রীষ্মের খরতাপে ছাতাই যখন ভরসা।
বৃষ্টিতে ছাতা মাথায় এক বৃদ্ধের গন্তব্যে ছুটে চলা।
বর্ষাকে সামনে রেখে এক ছাতা তৈরি শ্রমিকের ব্যস্ততা।
রাজধানীর ফুটপাতে সব ঋতুতে বিশালাকৃতির ছাতার নিচে চলে ক্ষুদ্র-ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য।
ছাতা তৈরির মধ্যদিয়ে চলে তাদের জীবিকা। ঢাকার চকবাজার এলাকায় তৈরি হয় রং-বেরংয়ের ছোট-বড় উন্নতমানের ছাতা। যা রফতানি হচ্ছে ইন্ডিয়া ও মিয়ানমারে।
বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মে ২১, ২০১৬
টিআই