ঢাকা: সম্প্রতি ইতালির নেপলে তৈরি হলো বিশ্বের সবচেয়ে বড় পিজ্জা। একশো জন ইতালিয়ান শেফের একটি দল ছয় হাজার ৮২ ফুট লম্বা পিজ্জা তৈরি করে ভেঙেছেন বিগত গিনেস ওয়ার্ল্ড রেকর্ড।
১.১৫ মাইল লম্বা কার্পেটের মতো নেয়াপোলিটান পিজ্জা তৈরিতে লেগেছে ২০০০ কেজি ময়দা, ১৬০০ কেজি টমেটো, প্রায় ২০০০ কেজি চিজ ও ৫৩ গ্যালন অলিভ অয়েল।
বিশেষভাবে তৈরি পাঁচটি চুলায় পিজ্জাটি তৈরি করতে সময় লেগেছে ১১ ঘণ্টা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বিচারক লুসিয়া সিনেগালিয়া নিশ্চিত করেছেন, এটিই সবচেয়ে বড় পিজ্জা। রেকর্ড তৈরিতে পিজ্জা তৈরির এ উদ্যোগ নিয়েছে নেপলে পিজ্জা ভিলেজের ওরমাটা কোম্পানি।
সবচেয়ে বড় পিজ্জা তৈরির পর এর কিছু অংশ উপস্থিত দর্শকদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। বাকি অংশ বিলি করা হয় স্থানীয়দের মধ্যে।
বিগত রেকর্ড ধরে রাখা পিজ্জাটি ২০১৫ সালের ২০ জুন ইতালির মিলানে তৈরি হয়েছিলো। পিজ্জাটি ছিলো পাঁচ হাজার দু’শো ৩৪ ফুট বড়।
তথ্যসূত্র: ইন্টারনেট
বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, মে ২৩, ২০১৬
এসএমএন/এইচএ/