ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

বিড়ালে-কুমিরে এক খাটে ঘুমায়!

​ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
বিড়ালে-কুমিরে এক খাটে ঘুমায়!

ঢাকা: বাঘে-মহিষে এক ঘাটে জল না খেলেও কুমির-বিড়াল কিন্তু এক খাটে ঘুমাতে পারে। আজগুবি বা মিথ্যে নয়, এটি মেলবোর্নবাসী ভিকি লোইংয়ের ঘরের গল্প।



সম্প্রতি ভিকি ইউটিউবে স্ট্রেঞ্জ বেডফেলোজ নামের একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওটিতে ক্লিক করলে দেখা যাবে, ১৭ বছর বয়সী এক ল্যাগবেগা কুমির বিছানায় হাত-পা ছড়িয়ে শুয়ে রয়েছে। পাশেই মুখ ঘুরিয়ে বসে ছিলো এক বিড়াল। কুমিরটি তরতরিয়ে একটু এগিয়ে এলে বিড়ালটি সরে গিয়ে বসলো।

কিছুক্ষণ পর আরেক বিড়াল এসে হাজির। পা টিপে টিপে কুমিরের কাছে গেলো। সাহস করে মুখ দিয়ে কুমিরের পায়ে আর লেজে স্পর্শ করলো। গা ছড়িয়ে শুয়ে থাকা কুমিরটি ঘুমের ছল নিলেও বিড়ালদের প্রতি কোনো আক্রমণাত্মক ভূমিকা নেয়নি। চোখ বুজে বিড়ালদের পরীক্ষ‍া-নিরীক্ষার পাত্র হতেই সে আনন্দ পাচ্ছিলো বোধহয়!

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০২৪ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।