ঢাকা: দুপুর গড়িয়ে বিকেলে হতেই রাজধানীর আকাশে মেঘের ঘনঘটা। কালো মেঘ ছোটাছুটি করছিল এদিক-ওদিক।
গত কয়েকদিন থেকে এ রকম হঠাৎ হঠাৎ বৃষ্টির দেখা পাচ্ছে নগরবাসী। বুধবার (২৫ মে) সকাল থেকে অস্বস্তিকর ভ্যাপসা গরম পড়ে। হয়ত অনেকেই মনে মনে একটু স্বস্তির বৃষ্টি কামনা করছিলেন। তাদের মনের ডাকে সাড়া দিতে বিকেলে আকাশের কোল বেয়ে নেমে পড়লো স্বস্তির বর্ষা।
তবে ঢাকাতে একটু বৃষ্টি হলেও পথে জমে পানি। নগরীর বিভিন্নস্থানে আজও পানি জমতে দেখা গেছে।
রাস্তায় পানি জমার কারণে চলাচলকারী গাড়ির পানির ছিটায় ভিজতে দেখা গেছে পথচারীকে।
রাজধানীর বনানী, বিশ্বরোড, মহাখালীসহ বিভিন্ন এলাকায় মানুষ ভর্তি বৃষ্টিস্নাত চারচাকা ও দুইচাকার যানগুলোকে দেখা গেছে, রাস্তায় স্থির হয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে। এছাড়া পথচারীদেরও পড়তে হয়েছে পরিবহন দুর্ভোগে।
***স্বাভাবিক ঝড়-বৃষ্টিতেই মে জুড়ে স্বস্তি
বাংলাদেশ সময: ১৮০০ ঘণ্টা, মে ২৫, ২০১৬
এমসি/আইএ