ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

‘পার্কিং নিষেধ’ স্থানেই নিরাপদ পার্কিং!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ২৬, ২০১৬
‘পার্কিং নিষেধ’ স্থানেই নিরাপদ পার্কিং!

ঢাকা: প্রতিদিন রাজধানীতে মানুষের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনও।

ফলে রাস্তায় জটলা নিত্যদিনের সঙ্গী। যানজটের হাত থেকে রক্ষা পেতেই কিছু সড়ক ও এলাকায় পার্কিং নিষিদ্ধ করা হয়েছে।

এসব এলাকায় পার্কিং বন্ধে বড় বড় সাইনবোর্ড সাঁটানো হয়েছে। ‘পার্কিং নিষেধ’ এসব স্থানে চলছে পার্কিংয়ের মহোৎসব। যানবাহনের জটলা দেখে মনে হবে যেন পার্কিংয়ের জন্যই স্থানগুলো বরাদ্দ।

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের মূল সড়ক দখলে নিয়ে অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখা হয়েছে।

আরামবাগ থেকে মতিঝিল যাওয়ার প্রধান সড়কের পাশেই বিআরটিসি’র বাসসহ বিভিন্ন যানবাহনের অবৈধভাবে পার্কিং।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) আইন তৈরি করে ভঙ্গ করছে। সংস্থাটির প্রধান কার্যলায়ের সামনে লাল সাইনবোর্ডে সাদা অক্ষরে স্পষ্ট করে লেখা ‘গাড়ী রাখা নিষেধ’। সেখানেই প্রাইভেট কারসহ মোটরসাইকেল পার্কিং করা হয়েছে।

সংসদ ভবন ও চন্দ্রিমা উদ্যানের সড়কে সাদা সাইনবোর্ডে কালো অক্ষরে লেখা ‘পার্কিং নিষেধ’। অথচ এখানেই নিরাপদে পার্কিং কর হয়েছে বেশকিছু যানবাহন।

নগরীর গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম এলাকা ব্যাংক পাড়া মতিঝিল সড়কের দুই পাশে পার্কিং করে রাখা হয়েছে অসংখ্য পাইভেট কার। এর ফলে যারজট ছড়িয়ে পড়েছে প্রধান সড়কগুলোতেও।

বিআরটিসি অফিসের সামনের ফুটপাতে অবৈধভাবে মোটরসাইকেল পার্কিং করে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ফুটপাত ও রাস্তা দখল করে অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের দৃশ্য।

নগরীর বিভিন্ন স্থানে সড়কের পাশে অবৈধ পার্কিংয়ের মাশুল গুণতে হয় পথচারীদের। যানবাহনের তুলনায় অপ্রতুল সড়কে অবৈধ পার্কিংয়ে সৃষ্ট জটলা ছড়িয়ে পড়ে অন্যসব রাস্তায়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।