ঢাকা: তারা আইনের রক্ষক। আইন ভঙ্গ করলে প্রতি মুহূর্তে জারিমানা করেন, শাস্তিও দেন।
আইন যেহেতু তাদের হাতে, সেহেতু আইন অমান্য করার অধিকার যেন শুধু তাদেরই আছে!
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর। তেজগাঁও ফ্লাইওভার। যানজট খুব বেশি নেই। সোজা পথেও নেই যানজট। তবু তাদের তাড়া যেন বেশি। তাই রং সাইড ধরে উল্টোপথেই যেতে হবে তাদের!
নেতৃত্বে যিনি, মানে সবার আগে যিনি চলেছেন তার মাথায় নেই হেলমেট। অথচ হেলমেট না পরার সাজা হিসেবে একসময় হেলমেট রাস্তায় তাৎক্ষণিক কিনতেও বাধ্য করা হয়েছে সাধারণ মানুষকে।
মোটরবাইকে ব্যবহৃত নম্বরপ্লেটেও রয়েছে নিয়ম ভাঙার নমুনা।
আইনের রক্ষক যদি উল্টোপথ দেখান, আইন রক্ষা করবে কে?
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ২৬, ২০১৬
এএ