ঢাকা: অদূর ভবিষ্যতে রোবট করবে সব কাজ! বর্তমান মার্কেটের অন্যতম স্মার্ট সৃষ্টি পেপার রোবট এ সম্ভাবনা এগিয়ে দিলো আরও অনেকখানি। এ রোবট মানুষের মুখের অভিব্যক্তি বুঝে সে অনুযায়ী প্রতিক্রিয়া দেখাতে পারে।
পেপার রোবটকে বেলজিয়ামের দুটো হাসপাতালের রিসিপসনিস্ট হিসেবে ট্রায়াল দেওয়া হচ্ছে। সে স্বাস্থ্য পরিষেবা ও খরচাপাতির তথ্য রাখবে।
সফটব্যাংক এক হাজার পেপার রোবট তৈরি করেছে। এগুলোর একেকটিতে খরচ পড়ছে দুই হাজার ডলারের কম। তবে এ একই মডেলের রোবট হাসপাতালের রিসিপসন ডেস্কে বসানো হবে না। হাসপাতালের জন্য থাকবে ৩৪ হাজার ডলারের আপগ্রেডেড মডেল। জানিয়েছে বিবিসি।
পেপার রোবটের বিশেষ ক্ষমতা হচ্ছে, এরা ২০টি ভিন্ন ভাষা বুঝতে পারবে। নারী-পুরুষ ও শিশু সবার সঙ্গেই পারবে কথা বলতে।
বেলজিয়ামের একটি হাসপাতালে পেপার রোবটকে রিসিপসনে রাখা হয়েছে। অন্য একটি ট্রায়াল লোকেশনে পেপার হাসপাতালের অন্য বিভাগ ও ওয়ার্ডে ভিজিটরদের সঙ্গ দেবে সে।
এদিকে সিঙ্গাপুরে পিজ্জা হাট স্টোরগুলোতে পেপার রোবটকে খাবারের অর্ডার নেওয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে আগেই।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জুন ২৬, ২০১৬
এসএমএন/এএ