ঢাকা: কায়রো অসংখ্য মানুষের পদচারণায় মুখরিত পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর একটি। দুই হাজার বছর আগে, রোমান দখলদারিত্ব শুরু হলে শহরটি আত্মপ্রকাশ করে।
এত বছরে কায়রো বদলেছে কতখানি? এখানকার সাপুড়ে, ভূমধ্যসাগরীয় সরু নৌকা ও ব্যস্ত রাস্তার শতবর্ষের পুরনো ছবিরা হয়ে রয়েছে পরিবর্তনশীল কায়রোর চূড়ান্ত সাক্ষী।
১৯০০ থেকে ১৯৩৬ সালের মধ্যে তোলা কিছু ছবি কায়রোর রাতারাতি বদলে যাওয়া সেই সময়কে তুলে ধরে। দুর্লভ ছবিগুলো কেবল মিশরের রাজধানীর দৈনন্দিন যাপিত জীবনকেই প্রকাশ করে না, সেইসঙ্গে প্রকাশ করে তার চিরন্তন পর্যটন আবেদন এবং সম্মোহনকারী রূপসুধা। যা ইতিহাস জুড়ে ভ্রমণ পিপাসুদের কল্পনায় জায়গা করে নিয়েছে।
১৯৩৪ - নীল নদের ধারে কয়েকজন মাঝি একসঙ্গে দুপুরের খাবার খাচ্ছেন।
১৯৩৪ - পুরুষেরা রাস্তার পাশে দাঁড়িয়ে মুচির কাছ থেকে জুতা পলিশ করছেন।
১৯০০ - উটের পালকি চেপে বিয়েতে যাচ্ছে বরপক্ষ।
১৯৩৯ - ভূমধ্যসাগরীয় সরু নৌকা নীল নদের বুকে পাল তুলেছে। এমন দৃশ্য আজও চোখে পড়ে।
১৯০০ - কায়রোর ঐতিহ্যবাহী পোশাকে একজন নারী।
১৯০০ - অদ্ভুতদর্শন যন্ত্র হাতে এক শরবত বিক্রেতা।
১৯০০ - এমির আখর মসজিদের বাইরে গাধা নিয়ে দাঁড়িয়ে এক লোক।
১৯০০ - সালের মাস্কি স্ট্রিট।
১৯৩৪ - নীলনদে জাল ফেলেছে জেলেরা।
১৯০০ - মৃতদের শহর পেছনে রেখে দাঁড়িয়ে এক ব্যক্তি। কায়রোর গোরস্থান এটি।
১৯০০ - সালাদিন নগরদুর্গ থেকে কায়রোর দৃশ্য।
বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
এসএমএন/এএ