ট্রেনের ছাদে হাতের মুঠোয় প্রাণ নিয়ে ছুটছে মানুষ নাড়ির টানে। মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব ঈদুল ফিতর স্বজনদের সঙ্গে কাটাতেই ঘরমুখো এ যাত্রা।
সারাদেশেই জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে মানুষ বাসের ছাদ ও ট্রাকে চেপে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। রেল পথের চিত্রও একই। রয়েছে ভোগান্তির ভিন্ন চিত্র।
ট্রেন আসার আগে স্টেশনের উপর দিয়ে যাওয়া কমলাপুর-মুগদা ওভারপাসটির পিলার বেয়ে উপরে উঠছেন অনেকেই। সিট পাবেন না নিশ্চিত, ছাদই একমাত্র ভরসা। তাই পরিকল্পনা আগেই। ট্রেন থামবে এখানেই, আর সাথে সাথে ছাদে উঠে পরবেন।
সোমবার (০৪ জুলাই) রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে রাজশাহীগামী সিল্কসিটি পদ্মা/ধুমকেতু এক্সপ্রেস ট্রেনের চিত্র এগুলো।
আর যারা ছাদের আশা ছেড়ে দিয়েছেন তারা জানালা গলেই ভিতরে ঢোকার চেষ্টা করছেন।
এর মধ্যে আবার বৃষ্টির হানা। দীর্ঘ যাত্রাপথে মাঝে-মধ্যেই কাকভেজা হচ্ছেন ঘরমুখো মানুষ। কারো কারো সম্বল এক টুকরো পলেথিন।
সবশেষে শুভ যাত্রা।
বাংলাদেশ সময়: ০৫৫৭ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এটি