ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। তবুও যেতে হবে নাড়ির টানে।
ব্যস্ত নগরজীবন ছেড়ে ছুটির কয়েকটি দিন পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে ট্রেনের চড়ে বসছেন যাত্রীরা।
ট্রেনের ভেতরে সিট খালি নেই, নেই দাঁড়ারবার জায়গা। বাড়ি তো যেতেই হবে! জীবনের ঝুঁকি নিয়েই যাত্রীরা উঠে বসেছেন ট্রেনের ছাদে।
প্রিয় স্বজনদের মুখ দেখতে হলে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। বাধ সেধেছে বেরসিক বৃষ্টি। মালামাল ও শরীর বাঁচাতে পলিথিন হলো তাই ভরসা।
সিট নেই, ছাদে চড়েও বৃষ্টিতে নাকাল, তবু নাড়ির টানে ছুটে চলা মানুষের মুখে অমলিন হাসি।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এমজেএফ