ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ছবিতে খুলনার ঈদপ্রস্তুতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, জুলাই ৫, ২০১৬
ছবিতে খুলনার ঈদপ্রস্তুতি ছবি: মানজারুল ইসলাম, স্টাফ ফটো করেসপন্ডেন্ট

মুসলমান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় আনন্দ উৎসব ঈদ। সর্বত্র চলছে এখন ঈদের প্রস্তুতি।

খুলনা নগরীতেও শেষ সময়ের ঈদের বাজারে বাড়ছে চাপ। শপিংমল ও বিপণিবিতানে ক্রেতাদের পদচারণায় মুখরিত রাত-দিন। বৈরী আবহাওয়া আর বৃষ্টিতেও থেমে নেই কেনাকাটা।
 
মানুষের ভিড়ের কারণে ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস, পাওয়ার হাউজ মোড়, নিউ মার্কেট চদ্বরে যানজটের সৃষ্টি হচ্ছে নিয়মিত। বেলা ১১টা থেকে শুরু হওয়া এ যানজট থাকছে গভীর রাত পর্যন্ত। যানজটের কারণে নাগরিকদের সমস্যা হলেও ক্রেতাদের কেনাকাটায় ভাটা পড়ছে না।
 
খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়েছে। দু’দিনের অব্যাহত বৃষ্টিপাতে মাঠে পানি জমে থাকা এবং কর্দম‍াক্ত হওয়ায় খুলনা জেলা প্রশাসন ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ যৌথভাবে সেটি বাতিল করে খুলনা টাউন জামে মসজিদে প্রধান জামায়াতের সিদ্ধান্ত নিয়েছে।  
খুলনা টাউন জামে মসজিদে প্রধান জামাতের সিদ্ধান্তের পর ঈদগাহ প্রস্তুত করা হচ্ছে।
 
সর্বত্র এখন সাজ সাজ রব। ঈদের আমেজে নগরবাসীকে শুভেচ্ছা জানিয়ে নগরীজুড়ে শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার, প্যানা, ফেস্টুন।
 
ঈদে নতুন টুপির জুড়ি নেই। তাই রোজার শেষ সময়ে আতর, টুপি কিনতে ভিড় করছেন ক্রেতারা।

ঈদ-উল-ফিতর মুসল্লিদের প্রধান উৎসব হওয়ায় মানুষের উৎসাহ-উদ্দীপনাও বেশি। সেই উৎসাহ ছড়িয়ে পড়ে কেনাকাটায়। শুধু পোশাকে নয়, এই কেনাকাটা ছড়িয়ে পড়ে তৈজসপত্র থেকে খাবারেও। তাইতো খুলনর বড় বাজারে ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ কিনতে ভিড় করছেন ক্রেতারা।

ঈদে নিজের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলতে শেষ মুহূতে নগরীর বিউটি পার্লারগুলোতে ভিড় করছেন সৌন্দর্যসচেতনরা।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৬
এমআরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।