ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

লোক সঙ্গীতশিল্পী আব্দুল আলীমের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
লোক সঙ্গীতশিল্পী আব্দুল আলীমের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৭ জুলাই ২০১৬, বুধবার। ১২ শ্রাবণ, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৯৪ - ব্যাংক অব ইংল্যান্ড অনুমোদন পায়।
•     ১৭৬১ - পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়।
•     ১৮৬৮ - আটলান্টিক টেলিগ্রাফ কেবল স্থাপনের কাজ শেষ হয়।
•     ১৯২০ - প্লেন চালনার জন্য প্রথম রেডিও কম্পাস ব্যবহার শুরু হয়।
•     ১৯২১ - ইনসুলিন আবিষ্কৃত হয়।
•     ২০০৭ - ঢাকা-মায়ানমার সরাসরি যোগাযোগ চুক্তি স্বাক্ষর করে।

জন্ম
•     ১৬৬৭ – সুইজারল্যান্ডের গণিতবিদ ইয়োহান বার্নুয়ি।
•     ১৮৩৫ - নোবেলজয়ী ইতালিয়ান কবি এবং শিক্ষক জিওসুয়ে কার্দুচ্চি।
•     ১৯৩১ - বাংলা লোকসঙ্গীতের অমর শিল্পী আব্দুল আলীম। বর্তমান পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের তালিবপুর গ্রামে তার জন্ম। ছোটবেলা থেকেই সঙ্গীতপ্রেম ছিলো তার মধ্যে। অন্যের গাওয়া গান শুনে শুনে গান করতেন। লোক সঙ্গীতকে তিনি জীবন জগৎ ও ভাববাদী চিন্তা দিয়ে অন্যরকম এক মাত্রায় নিয়ে যান।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসএমএন/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।