ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন: নাট্যকার শম্ভু মিত্রের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
ইতিহাসের এই দিন: নাট্যকার শম্ভু মিত্রের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২২ আগস্ট ২০১৬, সোমবার। ৭ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•     ১৬৪২ - ইংল্যান্ডে গৃহযুদ্ধ শুরু।
•     ১৮৬৪ - আন্তর্জাতিক রেডক্রস সংস্থা প্রতিষ্ঠিত।
•     ১৯২৭ - মিথ্যা মামলায় আমেরিকার দুই বামপন্থী শ্রমিক নেতা সাঙ্কো ও ভানজেত্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
•     ১৯৩২ - বিবিসির নিয়মিত টিভি সম্প্রচার কার্যক্রম প্রথম শুরু।
•     ১৯৪২ - জার্মান সেনাবাহিনী স্তালিনগ্রাদে অবরোধ করে।
•     ১৯৯১ - রুশ প্রজাতন্ত্রের পতাকা থেকে কাঁস্তে হাতুড়ি সরিয়ে দেন রাষ্ট্রপতি বরিস ইয়েলেৎসিন।
ব্যক্তি
•     ১৬০২ - মোগল যুগের ঐতিহাসিক ও সম্রাট আকবরের মন্ত্রী আবুল ফজল নিহত হন।
•     ১৮২৮ - জার্মান স্নায়ুশরীরতত্ত্ববিদ ফ্রানৎস ইয়োসেফ গলের মৃত্যু।
•     ১৯১৫ - নাট্যকার ও পরিচালক শম্ভু মিত্রের জন্ম।
•     ১৯৫৮ - নোবেলজয়ী ১৯৩৭ ফরাসি সাহিত্যিক রঝা মাতাঁ দুগার মৃত্যু।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।