ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

সবুজ ডগায় ফুল, মাচায় ঝুলে লাউ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
সবুজ ডগায় ফুল, মাচায় ঝুলে লাউ

সিলেট: সবুজে মোড়ানো মাচা জুড়ে সফেদ লাউ ফুলে। ফুল থেকে ছোট-বড় কুঁড়ি পরিণত হচ্ছে লাউয়ে।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার অধিকাংশ স্থানে দেখা মেলে লাউ চাষের।  লাউকে স্থানীয় ভাষায় বলে ‘কদু’।  

কৃষকরা জানান, লাউয়ের হরেক রকম জাত রয়েছে। চালুয়া কদু (মাচায় ধরা লাউ), মাটিয়া কদু বা পানি লাউ (মাটিতে ক্ষেত হয়), মিষ্টি কদু (মিষ্টি কুমড়া)। এখন মাচায় ধরা দুধ সাদা লাউ বাজারে পাওয়া যাচ্ছে। স্থানীয় ভাষাতে এ লাউকে বলা হয় চালুয়া কদু।  

বর্ষার সকালে মাচায় ফুটে ওঠা লাউ ফুল যেনো রোদেলা বিকেলে নিজেকে গুটিয়ে নিচ্ছে। আর মাচায় আলতোভাবে ঝুলে থাকা লাউয়ের সেসব দৃশ্য উঠে এসেছে বাংলানিউজের ক্যামেরায়।  

ধানি জমি ওপরে মাচায় সবুজের মাঝে ফুটন্ত সাদা লাউ ফুল জানান দিচ্ছে শীতের আগমনী বার্তার। আবহাওয়াবিদদের মতে এ মাস থেকেই শুরু হতে পারে শীত।

মাচায় ঝুলে থাকা লাউ প্রায় পরিপক্ক হয়েছে। এখন বাজারজাতের অপেক্ষায় কৃষকরা।  আর কিছুটা বড় হলেই বিক্রির জন্য বাজারে নিয়ে যাওয়া হবে লাউ।  

শুধু একটি বা দু’টি স্থানে নয়। উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনা ও পাশ্ববর্তী এলাকায় লাউয়ের মাচা চোখে পড়বেই যে কারো।  

টিলা-পাহাড়ের নিচে খালি স্থানেও লাউয়ের চাষ করেছেন কৃষকরা।  

বাংলাদেশ সময়: ১১৬১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
এনইউ/আরএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।