ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

একাত্তরের কণ্ঠসৈনিক ও সংগীতজ্ঞ অজিত রায়ের প্রয়াণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৬
একাত্তরের কণ্ঠসৈনিক ও সংগীতজ্ঞ অজিত রায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৪ সেপ্টেম্বর ২০১৬, রোববার। ২০ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
৪৭৬ - সর্বশেষ পশ্চিমা রোমান সম্রাট রোমুলাস অগাস্টাস ক্ষমতা হারান। তখন ওডোয়াসের নিজেকে ইতালির রাজা ঘোষণা করেন।
১৪৯২ - ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৮৮২ - মার্কিন বিজ্ঞানী টমাস আলভা এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিষ্কার করেন।
১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯৩০ - লন্ডনে প্রখ্যাত ক্যামব্রিজ থিয়েটার চালু হয়।
১৯৮৭ - ভারতের রাজস্থানে অষ্টাদশী রূপ কানওয়ার ‘সতী’ হওয়ার জন্য স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হন।
১৯৯৫ - বেজিংয়ে ১৮০টি দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়।

ব্যক্তি
১৫১৪ - ফরাসি ভাস্কর ‘জন গুজান’র জন্ম।
১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজির জন্ম
১৮৯০ - সাহিত্যিক এস. ওয়াজেদ আলীর জন্ম।
১৯১৭ - মার্কিন শিল্পপতি হেনরী ফোর্ড দ্বিতীয়’র জন্ম।
১৯২৭ - মার্কিন কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাক্‌কার্থির জন্ম।
১৯২৮ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলীর মৃত্যু।
১৯৫২ - ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুরের জন্ম।
১৯৭৮ - সাংবাদিক ও লেখক মোহাম্মদ ওয়ালিউল্লাহর মৃত্যু।
২০১১ - সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়ের প্রয়াণ। ১৯৩৮ সালে রংপুরে জন্ম নেওয়া প্রথিতযশা এ সংগীতজ্ঞ চার দশকেরও অধিক সময় ধরে জ্যোতি ছড়ান সাংস্কৃতিক পরিমণ্ডল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘আমার সোনার বাংলা’ গানটিকে ষাটের দশকে তিনিই জনপ্রিয় করে তুলেছিলেন, যা পরে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীতের স্বীকৃতি পায়। সহকর্মী শিল্পীদের ডাকে সাড়া দিয়ে ১৯৭১ এর জুনে অজিত কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। সেখানে তিনি সতীর্থ পেয়েছিলেন আপেল মাহমুদ, আব্দুল জব্বার, সমর দাস, কাদেরী কিবরিয়া, সুজেয় শ্যামসহ খ্যাতিমান শিল্পীদের। এ সময়ে তাঁর রচিত ও সুরারোপিত বিখ্যাত গানগুলো রণাঙ্গনে মুক্তিবাহিনীসহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সাহায্য করেছিল। তার জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার’, ‘ও আমার দেশের মাটি’, ‘বিজয় নিশান উড়ছে ঐ’, ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ উল্লেখযোগ্য। একাত্তরের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্রচারিত আখতার হোসেন রচিত ‘স্বাধীন স্বাধীন দিকে দিকে আজ’ গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছিলেন অজিত রায়।

বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।