ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার। ২২ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৬৫৭ - মোগল সম্রাট শাহজাহান আকস্মিক অসুস্থ হয়ে পড়লে সিংহাসন নিয়ে পারিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
১৭৭৮ - অবিভক্ত বাংলা তথা ভারতের প্রথম ছাপাখানা স্থাপিত হয় হুগলিতে।
১৮৭৯ - লন্ডনে ব্রিটেনের প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপিত হয়।
১৮৮০ - ইংল্যান্ডে প্রথম ক্রিকেট ম্যাচ শুরু।
১৯৯৬ - ইরাকে যুক্তরাষ্ট্রের প্রচণ্ড ক্ষেপণাস্ত্র আক্রমণ।

ব্যক্তি
১৭৬৬- রসায়নবিদ ও পদার্থবিদ জন ডাল্টনের জন্ম।
১৮৭৬ - নোবেলজয়ী ব্রিটিশ পদার্থবিদ ভিক্টর অ্যা পলটনের জন্ম।
১৯০৬ - নোবেলজয়ী আর্জেন্টাইন-ফরাসি রসায়নবিদ লুই লেলয়েরের জন্ম।
১৯৭২ - সুরসম্রাট ও প্রখ্যাত সেতার বাদক ওস্তাদ আলাউদ্দিন খাঁর মৃত্যু। ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার শিবপুর গ্রামে জন্ম নেওয়া এ বাঙালি সংগীতজ্ঞ বাবা আলাউদ্দিন খান নামেও পরিচিত ছিলেন। সেতার ও সানাই এবং রাগ সংগীতে বিখ্যাত ঘরানার গুরু হিসাবে তিনি প্রখ্যাত। তার সন্তান ওস্তাদ আলী আকবর খান ও অন্নপূর্ণা দেবী নিজস্ব ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত। তার বিখ্যাত শিষ্যরা হলেন পন্ডিত রবি শংকর, পন্ডিত নিখিল ব্যানার্জী, বসন্ত রায়, পান্নালাল ঘোষ প্রমুখ। আলাউদ্দিন খাঁ ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পদ্মভূষণ, পদ্মবিভূষণ, বিশ্ব ভারতীয় দেশীকোত্তম এবং দিল্লি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।