ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আশরাফুলের সেঞ্চুরি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আশরাফুলের সেঞ্চুরি

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৮ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার। ২৪ ভাদ্র, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৮৬ - দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের গোড়াপত্তন।
•    ১৯৪৩ - চেক লেখক, সমালোচক, সাংবাদিক ও বামপন্থি স্বাধীনতাসংগ্রামী জুলিয়াস ফুচিকের মৃত্যুদণ্ড হয়।
•    ১৯৫২ - জেনেভায় বিশ্বের ৩৫টি দেশের গ্রন্থস্বত্ব কনভেনশন অনুষ্ঠিত হয়।
•    ১৯৬২ - চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু।
•    ২০০১ - কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল তার অভিষেক ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন।

ব্যক্তি
•    ১৮৩০ - নোবেলজয়ী ফরাসি কবি ফ্রেদেরিক মিস্ত্রালের জন্ম।
•    ১৮৯২ - বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্ম। যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম সোহরাওয়ার্দী গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, সেজন্য সুধী সমাজ তাকে ‘গণতন্ত্রের মানসপুত্র’ বলে আখ্যায়িত করেন। তিনি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর থেকে ১৯৫৭ সালের ১৭ অক্টোবর পর্যন্ত দায়িত্ব ‍পালন করেন।
•    ১৯১৮ - নোবেলজয়ী জৈবরসায়নবিদ বিজ্ঞানী ডেরেক রিচার্ড বার্টনের জন্ম।
•    ১৯২৬ - প্রখ্যাত সংগীতশিল্পী ভুপেন হাজারিকার জন্ম।
•    ১৯৩৩ - প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের জন্ম।
•    ১৯৩৩ - আরব বিদ্রোহের অন্যতম নেতা ও ইরাকের প্রথম বাদশাহ প্রথম ফয়সালের মৃত্যু।
•    ১৯৬৫ - নোবেলজয়ী জার্মান রসায়নবিদ হেরমান স্টাউডিংগারের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০১০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।