ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন: কলকাতা মেট্রোর যাত্রা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ইতিহাসের এই দিন: কলকাতা মেট্রোর যাত্রা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ অক্টোবর ২০১৬, সোমবার। ০৯ কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনাবলী
১১৪৭- চার মাস অবরধের পর ক্রুসেডার সৈন্যদের নেতৃত্ব নেন আফনসো হেনরিকস্, লিসবন পুনরদ্ধার করেন।
১২৬০- ফ্রান্সের রাজা নবম লুইসের উপস্থিতিতে চারট্রেসের গির্জা উৎসর্গ করা হয়। যা বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত।
১৩৬০- দ্বিতীয় রয়ানক কলনির গভর্নর জন হোয়াইট তার সঙ্গীদের খুঁজে না পেয়ে ব্যর্থ হয়ে ইংল্যান্ডে ফিরে যান।
১৬৪৮- ত্রিশ বছর যুদ্ধের পর ওয়েস্ট ফেলিয়ার শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৫- পোল্যান্ড-লিথুনিয়ান কমনওয়েলথ অস্ট্রিয়া, প্রুশিয়া এবং রাশিয়া এই তিনটি ভাগে বিভক্ত হয়।
১৮৫৭- ইংল্যান্ডের শিফিল্ড শহরে পৃথিবীর সর্বপ্রথম ফুটবল ক্লাব, শিফিল্ড এফ. সি প্রতিষ্ঠিত হয়।
১৮৬১- বিশ্বের প্রথম অ্যাসোসিয়েশন ফুটবল স্টেডিয়াম গুডিসন পার্ক উন্মুক্ত করা হয়।
১৯০১- এ্যানি এডিসন টেইলর, একটি পিপার ভিতরে করে সর্বপ্রথম নায়াগ্রা জলপ্রাতন পার হন।
১৯১১- অভরিল রাইট্ তার আবিস্কৃত উরজাহাজে করে নর্থ ক্যারলিনাআর আকাশে নয় মিনিট পাঁচল্লিশ সেকেন্ড ভেসে বেরান।
১৯১২- প্রথম বল্কান যুদ্ধ, সার্বিয়ানদের বিজয়ের মাধ্যমে কুমানোভের যুদ্ধের অবসান ঘটে।
১৯১৭- প্রথম বিশ্বযুদ্ধে অস্ট্র-ইতালিয়ান কাপরেতোর সম্মুখ যুদ্ধ শুরু।
১৯৩১- জর্জ ওয়াশিংটন ব্রিজ জনগণের যাতায়াতের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৪৪- দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লেয়ট গালফ যুদ্ধে জাপানের যুদ্ধবিমান যুইকাকু এবং মুসাশি নামের একটি যুদ্ধ্বজাহাজ ডুবে যায়।
১৯৪৫- জাতিসংঘের যাত্রা শুরু।
১৯৪৭- ওয়াল্ট ডিজনি হাউস আন-আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটি দৃঢ়ভাবে সমর্থন করেন।
১৯৫৪- ডুইট ডি. আইসেনহাওয়ার আমেরিকার পক্ষে সাওথ ভিয়েতনামের সমর্থন করেন।
১৯৬৪- যুক্তরাজ্য থেকে উত্তর রোডেশিয়া স্বাধিনতা অর্জন করে।
১৯৮৪- কাজ শুরু হয় কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও তার পার্শ্ববর্তী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অংশবিশেষে সেবা প্রদানকারী দ্রুত পরিবহন ব্যবস্থা। এই নেটওয়ার্কে ২২ দশমিক ৩০ কিলোমিটার পথে ২৩টি মেট্রো স্টেশন বিদ্যমান, যার মধ্যে ১৫টি স্টেশন মাটির নিচে। কলকাতা মেট্রো নেটওয়ার্কে ৫ ফুট ৬ ইঞ্চি ব্রডগেজ ট্র্যাকে মাটির নিচে, ভূতলস্থ এবং উড়াল, তিন প্রকার স্টেশনই রয়েছে।

১৯৮৪ সালে চালু হওয়া কলকাতা মেট্রো ভারতের প্রথম মেট্রো রেল পরিষেবা (দ্বিতীয় মেট্রো পরিষেবা দিল্লি মেট্রো চালু হয় ২০০২ সালে)। এটি ভারতীয় রেলের অধীনস্থ এবং ভারতীয় রেলের একটি ক্ষেত্রীয় রেলওয়ের মর্যাদা ভোগ করে।
২০০৩- কনকর্ডের সর্বশেষ ফ্লাইট।

জন্ম
১৬৩২- ডাচ্ অণুজীব বিজ্ঞানী এ্যান্টন ভন লীউওনহাক।
১৬৭৫- ইংরেজ সেনা এবং রাজনীতিবীদ রিচার্ড টেম্পল।
১৭১০- ইংলিশ ক্যাথলিক প্রিস্ট এবং লেখক আলবার্ট বাটলার।
১৭৭৫- বাহাদুর শাহ জাফর, মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট।
১৮০৪- জার্মান ফিজিস্ট ওয়েলহাম এডুয়ার্ড ওয়েবার।
১৮১১- জার্মান সংগীত পরিচালক ফার্ডিনান্ড হিটলার।
১৮৫৪- জার্মান রসায়নবীদ হেন্ড্রিক উইলিয়াম।
১৮৮৭- স্পেনের রানি ভিক্টরিয়া উইজেন অভ ব্যাটেনবার্গ।
১৮৯১- ডমিনিকান রিপাবলিকের রাষ্ট্রপতি রাফায়েল মলিনা-ট্রুজিলো।
১৮৯৯- ফেরহাত আব্বাস, আলজেরীয় রাজনৈতিক নেতা এবং প্রথম রাষ্ট্রপতি।
১৯০৬- রাশিয়ান গণিতবীদ আলেকজান্ডার জেলফন্ড।
১৯৩০- বাদশাহ সুলতান আহমাদ শাহ।
১৯৩২- নোবেল পদক প্রাপ্ত কানাডিয়ান অর্থনীতিবীদ রবার্ট মান্ডেল।
১৯৮১- ভারতীয় অভিনেত্রী মল্লিকা শারাওয়াত।
১৯৮৫- ইংরেজ ফুটবল খেলোয়াড় ওয়েন রুনী।
১৯৮৬- ইংরেজ ফুটবল খেলোয়াড় জন রুডি।
১৯৩৯- রশীদ তালুকদার, বাংলাদেশী প্রখ্যাত আলোকচিত্র শিল্পী।

মৃত্যু
১২৬০- সাইফ আদ্দিন কুতুয মিশরের মামলুক সুলতান।
১২৬০- মিশিরের মামলুক সুলতান সাইফ আদ্দিন কুতুযকে গোপনে খুন করা হয়।
১৫৩৭- ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরির তৃতীয় স্ত্রী জেন সেইমুর।
২০০১- জার্মান নিও নাৎসী হারম্যান গ্যাভিরিয়া।
২০১৩- মান্না দে, ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৬
আইএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।