ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

পৌনে ২ কোটি প্রাণক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
পৌনে ২ কোটি প্রাণক্ষয়ী প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তি

ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সে সব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন।

১১ নভেম্বর ২০১৬, শুক্রবার। ২৭ কার্তিক, ১৪২৩ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৯৩ - শিক্ষাব্রতী ধর্মযাজক উইলয়াম কেরি ইংল্যান্ড থেকে কলকাতায় এসে পৌঁছান।
•    ১৮৬৬ - কেশব চন্দ্র সেনের নেতৃত্বে কলকাতায় ভারতবর্ষীয় আদি ব্রহ্মসমাজ প্রতিষ্ঠিত হয়।
•    ১৯১৮ - সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপানসহ মিত্রশক্তির সঙ্গে জার্মানি-অটোম্যান সাম্রাজ্যসহ অক্ষশক্তির যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত। প্রথম বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি। ১৯১৪ সালের ২৮ জুলাই এ যুদ্ধের দামামা বেজেছিল। চলেছিল ৪ বছর ৩ মাস দুই সপ্তাহ। এই বিশ্বযুদ্ধে অক্ষশক্তির সৈন্য নিহত হয় ৪৩ লাখ ৮৬ হাজারেরও বেশি। আর মিত্রশক্তির সৈন্য নিহত হয় ৫৫ লাখ ২৫ হাজারেরও বেশি। সামরিক-বেসামরিক মিলিয়ে প্রাণ গিয়েছিল প্রায় পৌনে ২ কোটি মানুষের।
•    ১৯৬৬ - এডুইন ইউগেন অলড্রিন এবং জেমস এ লোভেল নভোযান জিনিনি-১২ তে চড়ে চারদিনের সফরে মহাশূন্যে যাত্রা করেন।
•    ১৯৮৯ - দুই জার্মানির বিভাজক বার্লিন প্রাচীর ভেঙে ফেলার কাজ শুরু।

ব্যক্তি
•    ১৭৭১ - আধুনিক কোষতত্ত্বের জনক মারি ফ্রাঁসোয়া বিশার জন্ম।
•    ১৮২১ - রুশ ঔপন্যাসিক ফিওদর দস্তয়েভস্কির জন্ম।
•    ১৮৮৮ - উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী ও ফার্সি পণ্ডিত মাওলানা আবুল কালাম আজাদের জন্ম।
•    ১৯০১ - সোভিয়েত লেখক আলেকসান্দার ফাদায়েভের জন্ম।
•    ১৯২৮ - বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার ও কূটনীতিবিদ ড. হুমায়ূন রশীদ চৌধুরীর জন্ম।
•    ১৯২৮ - মেক্সিকান ঔপন্যাসিক কার্লোস ফুয়েন্তেসের জন্ম।
•    ২০০৪ - ফিলিস্তিনির সংগ্রামী নেতা ইয়াসির আরাফাতের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।