ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

ফিচার

মৈত্রী এক্সপ্রেস...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
মৈত্রী এক্সপ্রেস... ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হেমন্তের কুয়াশার চাদর ভেদ করে কলকাতার উদ্দেশে ছেড়ে গেল যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। তার আগে শুক্রবার (১১ নভেম্বর) ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ওঠা যাত্রীদের পাসপোর্ট-ভিসাসহ যাবতীয় কাগজপত্র চেক করছিলেন কাস্টমসের ২ কর্মকর্তা।

হেমন্তের কুয়াশার চাদর ভেদ করে কলকাতার উদ্দেশে ছেড়ে গেল যাত্রীবাহী ট্রেন মৈত্রী এক্সপ্রেস। তার আগে শুক্রবার (১১ নভেম্বর) ঢাকার ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে ওঠা যাত্রীদের পাসপোর্ট-ভিসাসহ যাবতীয় কাগজপত্র চেক করছিলেন কাস্টমসের ২ কর্মকর্তা।


এসময় নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্যরাও। বাংলাদেশ-ভারত বন্ধুত্বের প্রতীক এই ট্রেন প্রতি সপ্তাহে ৩ বার ছেড়ে যায় কলকাতার উদ্দেশে। অবশ্য শনিবার (১২ নভেম্বর) এই রুটে আরও একটি ট্রেন সার্ভিসের উদ্বোধন করা হবে। তারপর থেকে সপ্তাহে ৪ বার ঢাকা-কলকাতা রুটে চলবে মৈত্রী এক্সপ্রেস। আন্তর্জাতিক মানের এই ট্রেন ক্যান্টনমেন্ট স্টেশন থেকেই ছাড়ে, এখানেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হয়, যদিও ভিসা সংগ্রহ করতে হয় ভারতীয় দূতাবাস থেকে আগেই। শুক্রবার ঠিক সকাল সোয়া ৮টায় মৈত্রী এক্সপ্রেস যাত্রা করার আগে এ ছবিগুলো তুলেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট জিএম মুজিবুর

বাংলাদেশ সময়: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।