ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৭
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৬ ফেব্রুয়ারি, ২০১৭, রোববার। ১৪ ফাল্গুন, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৯৭ – ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।
•    ১৮৪৮ – দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।
•    ১৮৭০ – নিউইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।
•    ১৮৭১ – ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।
•    ১৯৫২ – ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

ব্যক্তি
•    ১৮০২ - ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী ভিক্টর হুগোর জন্ম।
•    ১৯০৮ – বাঙালি সাহিত্যিক লীলা মজুমদারের জন্ম। ১৯২২ সালে তার প্রথম গল্প ‘লক্ষ্মীছাড়া’ সন্দেশ পত্রিকায় প্রকাশিত হয়। লীলা মজুমদার ১৯৬৩ থেকে ১৯৯৪ পর্যন্ত সহ-সম্পাদক হিসাবে সন্দেশ পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন।
•    ১৯৩৬ - একাত্তরের মুক্তিযুদ্ধের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্ম।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।