ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

ফিচার

রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, এপ্রিল ৪, ২০১৭
রবীন্দ্রসংগীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।



৫ এপ্রিল, ২০১৭, বুধবার। ২২ চৈত্র, ১৪২৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী
১৮৮০- শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৯৬৪- লন্ডনে প্রথম চালকবিহীন স্বয়ংক্রিয় পাতাল রেল চালু হয়।
১৯৯৫- বার্লিনে জলবায়ু সংক্রান্ত জাতিসংঘ সম্মেলন শুরু।

জন্ম
১৫৮৮- ইংরেজ দার্শনিক টমাস হবস।
১৯০৫- শিল্পপতি একে খান।
১৯১৬- গ্রেগরি পেক, একজন মার্কিন অভিনেতা।
১৯২৯- গোলাম সামদানী কোরায়শী, বাংলাদেশের একজন বিশিষ্ট সহিত্যিক, গবেষক ও অনুবাদক।

মৃত্যু
১৯২৪- জার্মান শারীরবিদ ভিক্টর হেনসেন
১৯৩২- কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়।
১৯৪১- স্কটিস জৈবরসায়নবিদ আর্থার ল্যাপওয়ার্থ।
২০০০ - কণিকা বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি রবীন্দ্রসংগীত শিল্পী
২০০৭ - লীলা মজুমদার, ভারতীয় বাঙালি লেখিকা।

বাংলাদেশ সময়: ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।