ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন: আততায়ীর গুলিতে হত আব্রাহাম লিংকন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৭
ইতিহাসে এই দিন: আততায়ীর গুলিতে হত আব্রাহাম লিংকন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে।

সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে।

এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ এপ্রিল, ২০১৭, শুক্রবার। ১ বৈশাখ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৬৫৯ - দিল্লির সিংহাসন দখলের জন্য আওরঙ্গবেজ ও দারাশিকোহর মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়।
•    ১৮২৮ - ওয়েবস্টার তার অভিধানের প্রথম সংস্করণ কপিরাইটভুক্ত করেন।
•    ১৮৯০ - প্যান আমেরিকা জোট প্রতিষ্ঠিত হয় ।
•    ১৯৪৪ - বম্বের (বর্তমানে মুম্বাই) ভিক্টোরিয়া ডাকে গোলাবারুদ র্ভতি জাহাজে বিস্ফোরণ, ১২ শতাধিক লোকের মৃত্যু।
•    ১৯৫৮ - অরুণা আসফ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম নারী মেয়র নির্বাচিত।
•    ১৯৬১ - কিউবা সরকারের বিরুদ্ধে সেদেশের বিপ্লবীদের অভিযান শুরু হয় ।
•    ১৯৭৫ - বাংলাদেশে মওলানা ভাসানীর নেতৃত্বে ৬ দলীয় জোট গঠন।
•    ১৯৮৬ - বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রতিষ্ঠা।
•    ১৯৮৮ - আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের লক্ষ্যে সোভিয়েত সরকার জেনেভা চুক্তি স্বাক্ষর করে ।
•    ২০০২ - ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজের বিরুদ্ধে অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর তিনি দেশে ফিরে তার দায়িত্বভার নেন।

জন্ম
•    ১৮৮৯ - ঐতিহাসিক আর্নল্ড জোসেফ টয়েনবি।
•    ১৮৯১ -ভারতীয় জাতীয়তাবাদী, আইনজ্ঞ এবং দলিত আন্দোলনের অন্যতম পুরোধা ভীমরাও রামজি আম্বেডকর।
•    ১৯০৭ - ভারতের কিংবদন্তি কমিউনিস্ট নেতা পিসি যোশী।

মৃত্যু
•    ১৮৬৫ - যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন আততায়ীর গুলিতে আহত হন। পরে তার মৃত্যু হয়। তাকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও বিজ্ঞ প্রেসিডেন্ট বলে মনে করা হয়। তিনিই যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং মুক্তি ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন। লিংকন জন্মেছিলেন ১৮৬১ সালের ৪ মার্চ।  
•    ১৬৮০ - মারাঠা নেতা ছত্রপতি শিবাজীর মৃত্যু।
•    ১৯৩০ - বিপ্লবী রুশ কবি ভ্লাদিমির মায়াকোভস্কির মৃত্যু।
•    ১৯৮৬ - ফরাসী ঔপন্যাসিক ও নারীবাদী সিমন দ্য বোভোয়ারের মৃত্যু।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।