ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিন

সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, মে ১৪, ২০১৭
সমাজ সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুরের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানব সভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ মে, ২০১৭, সোমবার। ২ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৭৩০ - ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেন রবার্ট ওয়ালপোল। এর আগে তার পদবি ছিল মুখ্যমন্ত্রী।
•    ১৮৬৯ - সুসান বি অ্যান্থনি ও এলিজাবেথ ক্যাডি স্ট্যান্টনের উদ্যোগে নিউইয়র্কে ন্যাশনাল ওম্যান সাফ্রেজ অ্যাসোসিয়েশন গঠিত হয়।
•    ১৯২৮ - ‘প্লেন ক্রেজি’ নামে একটি নির্বাক চলচ্চিত্রে মিকি মাউসের প্রথম কাজ।
•    ১৯৮৮ - আফগানিস্তানে প্রায় ২০ লাখোধিক প্রাণক্ষয়ী যুদ্ধের পর সৈন্য প্রত্যাহার শুরু করে সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)। প্রথম দিনে প্রত্যাহার হয় ১ লাখ ১৫ হাজার সৈন্য।

জন্ম
•    ১৯৮৭ - স্কটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে’র জন্ম। অ্যান্ডি মারে তিনবার গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট বিজয়ী এবং দুইবার অলিম্পিক শিরোপাজয়ী।
•    ১৭৮৬ - গ্রিসের স্বাধীনতা যুদ্ধের মহান বিপ্লবী সেনানায়ক জেনারেল ডিমিট্রিস প্লাপাউটিস।
•    ১৮১৭ - ভারতের ধর্মীয় সংস্কারক দেবেন্দ্রনাথ ঠাকুর। তার কনিষ্ঠপুত্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
•    ১৮৫৯ - নোবেলজয়ী ফরাসি পদার্থবিজ্ঞানী পিয়েরে কুরি।
•    ১৯০৩ - জার্মান বংশোদ্ভূত গণিতবিদ এবং প্রত্নতত্ত্ববিদ মারিয়া রাইখ।

মৃত্যু
•    ২০০৩ - আমেরিকান সংগীতশিল্পী জুন কার্টার ক্যাশ। তিনি জন্মেছিলেন ১৯২৯ সালের ২৩ জুন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মে ১৫, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।