ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

ঐতিহাসিক ছয় দফা দিবস

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, জুন ৭, ২০১৭
ঐতিহাসিক ছয় দফা দিবস

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

৭ জুন, ২০১৭, মঙ্গলবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা
•    ১০৯৯- ক্রুসেড বাহিনী জেরুজালেমে প্রবেশ করে।
•    ১৫৪৬- আরড্রেস শান্তিচুক্তির মাধ্যমে ফ্রান্স ও স্কটল্যান্ডের সঙ্গে ইংল্যান্ডের যুদ্ধাবসান।
•    ১৫৫৭ - ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
•    ১৯০৫- সুইডেনের কাছ থেকে নরওয়ের স্বাধীনতা লাভ।
•    ১৯৬৬ - ঐতিহাসিক ছয় দফা দিবস। ছয় দফার সমর্থন ও পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পূর্ব বাংলায় হরতাল পালিত হয়। পুলিশের গুলিতে ১১ জন নিহত ও শত শত লোক আহত হন।
•    ১৯৮৮– বাংলাদেশ সংবিধানের অষ্টম সংশোধনীতে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়।
জন্ম
•    ১৮৪৮ - পল গ্যগাঁ, প্রখ্যাত ফরাসি চিত্রকর।
•    ১৮৬৮ - চিন্তাবিদ, সাংবাদিক ও লেখক মওলানা আকরম খাঁ।
•    ১৮৭১ - নওয়াব স্যার খাজা সলিমুল্লাহ, ঢাকার নবাব।
১৮৭৫ - চিকিৎসাবিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।
•    ১৯৫২ - ওরহান পামুক, ২০০৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী তুর্কী সাহিত্যিক।
•    ১৯৭০ - কাফু, ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড়।
মৃত্যু
•    ১৩২৯ - স্কটল্যান্ডের রাজা রবার্ট ব্রুস।
•    ১৮২৬ - ইয়োসেফ ফন ফ্রাউনহোফার, একজন জার্মান আলোকবিজ্ঞানী।
•    ১৯০৭ - ধর্মবেত্তা সমাজ সংস্কারক সাহিত্যিক মুন্সী মেহেরুল্লাহ।
•    ১৯৫৪ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।
•    ১৯৭০ - ঔপন্যাসিক ই. এম. ফরস্টার।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।