ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

২০ বছর দাঁত না মাজার ফলাফল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
২০ বছর দাঁত না মাজার ফলাফল দাঁত

দীর্ঘ ২০ বছর দাঁত না মেজে বিশ্বরেকর্ড গড়া সম্ভব কিনা জানা নেই, তবে এর ফলাফল যে ভয়াবহ তাতে কোনো সন্দেহ নেই। এর প্রমাণ যুক্তরাজ্যের জ়ে।

২১ বছর বয়সী ব্রিটিশ যুবক জ়ে তার পুরো জীবন পার করে দিয়েছেন একবারও দাঁত না মেজে বা দাঁতের কোনো প্রকার যত্ন না নিয়ে।

তিনি জানান, ছোট বেলায় তার বাবা-মা কখনই তাকে দাঁত মাজার ব্যাপারে শিক্ষা দেননি।

তাই তিনিও দাঁত না মেজে পার করে ফেলতে থাকেন বছরের পর বছর। ফলাফল হিসেবে ২০ বছর পর তার দাঁত ভয়ংকর অবস্থায় গিয়ে দাঁড়ায়।

সম্প্রতি জ়ে’র দাঁত নিয়ে প্রতিবেদন প্রচার করে যুক্তরাজ্যভিত্তিক একটি রিয়েলিটি শো। সেখানে তিনি দর্শকদের বলেন, তিনি একজন খেলোয়াড় অথবা ফিজিওথেরাপিস্ট হতে চেয়েছিলেন। কিন্তু দাঁতের এমন দুর্দশার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তাছাড়া তিনি সবসময় জনসম্মুখে হাসতে অস্বস্তি বোধ করেন।

অবশেষে তিনি ডেন্টিস্টের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলে তাকে ১১টি দাঁত প্রতিস্থাপনের তীব্র কষ্টের মধ্য দিয়ে যেতে হয়। তবে অপারেশন শেষে ফলাফল ছিলো জ়ে এর জন্য আনন্দদায়ক। তিনি ফিরে পান তার হাসি।

জ়ে জানান, তিনি অপারেশনের পর ডাক্তারকে কথা দেন, এরপর থেকে নিয়মিত দাঁত মাজবেন।

বাংলাদেশ সময়: ০০৩২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৭
এনএইচটি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।