ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসে এই দিনে 

নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৭
নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৯ আগস্ট, ২০১৭, বুধবার। ২৫ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনাবলি
১১৭৩ - পিসার টাওয়ার নির্মাণ শুরু।
১৮৩১ - প্রথম বাষ্পীয় রেল ইঞ্জিন চলাচল শুরু।
১৮৪২ - কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সীমান্ত রেখা চিহ্নিত।
১৯০২ - সপ্তম এডওয়ার্ড ইংল্যান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৯২০ - সিরিয়ার স্বাধীনতা লাভ।
১৯৪২ - দেশব্যাপী ‘ভারত ছাড়’ বা বিয়াল্লিশের আগস্ট আন্দোলন শুরু হয়।
১৯৪৫ - মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামের পরমাণু বোমা নিক্ষেপ করে সারা বিশ্বকে হতবাক করে দেয়। নাগাসাকি শহরে ৯ আগস্ট বেলা ১১টা ২ মিনিটে বোমাটি মাটি থেকে ৫০০ মিটার উপরে বিস্ফোরিত হয়। নিমেষে ঝরে যায় প্রায় একলাখ ৪০ হাজার প্রাণ। আহত হয় আরও ৭৪ হাজার মানুষ। এই কলঙ্কজনক ঘটনাকে ধিক্কার জানাতে বিশ্ববাসী ৯ আগস্ট নাগাসাকি দিবস পালন করে।
১৯৫৮ - আটলান্টিক মহাসাগরের তলদেশ দিয়ে প্রথম কেবল স্থাপন করা হয়।
১৯৭৪ - ওয়াটারগেট কেলেংকারির কারণে আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসাবে রিচার্ড নিক্সন-এর পদত্যাগ এবং ভাইস প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব প্রহণ।

জন্ম
১৬৩১ - ইংরেজ কবি ও নাট্যকার জন ড্রাইডেন।
১৮৭১ - উড়োজাহাজ আবিষ্কারক অরভিল রাইট।
১৯১১ - উইলিয়াম আলফ্রেড ফোলার, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৩০ - স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের চরমপত্রের পরিচালক, লেখক ও কথক এম আর আখতার মুকুল।
১৯৩১ - মারিও জাগালো, প্রখ্যাত ব্রাজিলীয় ফুটবল খেলোয়াড় ও কোচ।
১৯৩৯ - রোমানো প্রোদি, ইতালীয় রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
১৯৭৭ - মিকায়েল সিলভেস্ত্রে, একজন ফরাসি ফুটবলার।

মৃত্যু
১২৫০ - ডেনমার্কের রাজা চতুর্থ এরিক।
১৮৮৬ - আইরিশ কবি স্যামুয়েল ফার্গুসন।
১৯৬২ - হেরমান হেস, জার্মানিতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী একজন কবি এবং চিত্রকর।
১৯৬৯ - নোবেলজয়ী ইংরেজ পদার্থবিদ ফ্র্যাংক পাওয়েল।
১৯৭০ - ভারতের স্বাধীনতা সংগ্রামী মহারাজ ত্রৈলোক্যনাথ চক্রবর্তী।
১৯৭৫ - খ্যাতনামা রুশ সঙ্গীতজ্ঞ দিমিত্রি শুসতাকোভিস্ত।
১৯৮১ - বিশিষ্ট লেখক সৈয়দ মর্তুজা আলী।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৭
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।