ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৭
সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১২ আগস্ট, ২০১৭, শনিবার। ২৮ শ্রাবণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনাবলি
১৬৭৬ - নিউ ইংল্যান্ডে নেটিভ আমেরিকানদের যুদ্ধের সমাপ্তি।
১৭৬৫ - মোগল সম্রাট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি তুলে দেন।
১৮৭৭ - টমাস এডিসন গ্রামোফোন উদ্ভাবন করেন।
১৮৯৮ - যুক্তরাষ্ট্রের সাথে হাওয়াই দ্বীপপুঞ্জের আনুষ্ঠানিক সংযুক্তি।
১৯০১ - বিপিনচন্দ্র পাল সাপ্তাহিক ‘নিউ ইন্ডিয়া’ প্রকাশ করেন।
১৯২৬ - ‘লাঙল’ পত্রিকার নাম পাল্টে ‘গণবাণী’ রাখা হয়।
১৯৪৪ - জার্মান নাৎসি বাহিনীর সপ্তাহব্যাপী ধ্বংসযজ্ঞ বন্ধ হয়। এ সময়ের মধ্যে প্রায় ৪০ হাজার লোক হত্যা করে তারা।
১৯৪৯ - জেনেভায় যুদ্ধবন্দী ও যুদ্ধাহতদের সাথে আচরণ বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন অনুমোদন লাভ করে ৷
১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের পরমাণু অস্ত্র পরীক্ষা শুরু হয়। সোভিয়েত ইউনিয়ন সীমিত মাত্রায় বিশেষ করে কাজাখিস্তানে পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করে। এরই প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যে কূটনৈতিক সম্পর্কে শৈথিল্যের সূত্রপাত হয়, যা ইতিহাসে স্নায়ুযুদ্ধ বা ঠাণ্ডা যুদ্ধ বা শীতল যুদ্ধ নামে পরিচিত। কিন্তু উভয় দেশই পরমাণু অস্ত্রের পরীক্ষা কার্য অব্যাহত গতিতে চালাতে থাকে। তারা বিংশ শতকের অর্ধেকেরও বেশি সময়কাল শত শত পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তিমত্তা ও সক্ষমতা যাচাই করেছে। এ প্রতিযোগিতায় অল্প সময়ের ব্যবধানে যোগ দেয় এশিয়াও। ১৯৬৪ সালের ১৬ই অক্টোবর পরীক্ষা চালিয়ে বিশ্বে পঞ্চম ও এশিয়ায় প্রথম পরমাণু অস্ত্রধর দেশের তালিকায় নাম লেখায় চীন। বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ও নিষেধাজ্ঞার পরও থেমে থাকেনি পরমাণু অস্ত্র তৈরি ও পরীক্ষা। চীনের ১০ বছর পর ১৯৭৪ সালে ভারত জানায় তাদের পরমাণু অস্ত্রের সফল পরীক্ষার কথা। এর ২৪ বছর পর ১৯৯৮ সালে পাকিস্তানও ঘটায় পরমাণু বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ। পূর্ব এশিয়ার দেশ উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রের পরীক্ষা চালায় ২০০৬ সালে।
১৯৬০ - প্রথম যোগাযোগ উপগ্রহ ইকো-১ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।
১৯৭১ - মুক্তিবাহিনী কর্তৃক আড়িখোলা ব্রিজ ধ্বংস হয়।
১৯৭৬ - লেবাননের মারুনি মিলিশিয়া বাহিনী রাজধানী বৈরুতের উপকন্ঠে অবস্থিত একটি ফিলিস্তিনী শরণার্থী শিবির দীর্ঘ দিন ধরে অবরুদ্ধ করে রাখার পর সেখানে ব্যাপক গণহত্যা চালায়৷
১৯৭৮ - জাপান ও চীনের মধ্যে শান্তি ও মৈত্রী চুক্তি সই হয়।
১৯৮৫ - জাপান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান ওগুরা পর্বতে বিধ্বস্ত হলে ৫২০ জনের মৃত্যু।

জন্ম
১৮৫১ - লোককবি পাঞ্জু শাহের জন্ম।
১৮৬৬ - নোবেলজয়ী [১৯২২] স্প্যানিশ কথাশিল্পী বেনাভেন্তেই মার্তিনেস।
১৮৭৭ - বহু ভাষাবিদ পণ্ডিত ও প্রথম ভারতীয় আইসিএস হরিনাথ দে।
১৮৮০ - ব্রিটিশ কবি ও ঔপন্যাসিক র‌্যাডক্লিফ হল।
১৮৮৭ - অস্ট্রিয়ান পদার্থবিদ এরভিন শ্রোয়েডিংগার।
১৮৯৫ - বাঙালি অভিনেতা অহীন্দ্র চৌধুরী।

মৃত্যু
১৮২৭ - ইংরেজ কবি ও শিল্পী উইলিয়াম ব্লেক।
১৮৪৮ - স্টিম ইঞ্জিনের রূপকার ইংরেজ উদ্ভাবক জর্জ স্টিফেনসন।
১৯৫৫ - জার্মান লেখক, নোবেল বিজয়ী টমাস মান।
১৯৬০ - সঙ্গীতশিল্পী ও সাহিত্যিক ইন্দিরা দেবী চৌধুরানী।

বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।