ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

প্রাবন্ধিক, কবি প্রমথ চৌধুরীর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৭
প্রাবন্ধিক, কবি প্রমথ চৌধুরীর মৃত্যু

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজ পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২ সেপ্টেম্বর, ২০১৭, শনিবার। ১৮ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৬৪৯-ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইন্নোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
১৭৯২-ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা তিনজন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় দু’শ’ পুরোহিতকে হত্যা করে। এ ঘটনা ‘সেপ্টেম্বর গণহত্যা’ নামে পরিচিত।
১৮৭০-সেদানের যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার ১০০,০০০ সৈন্যকে বন্দি করে।
১৯৪৫-দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়। ১৫ আগস্ট ঘোষণার পর এদিন জাপান আত্মসমর্পণে স্বাক্ষর করে।
১৯৪৫- ভিয়েতনাম ফ্রান্স থেকে স্বাধীনতা ঘোষণা করে।
১৯৫৮- চীনের প্রথম টেলিভিশন স্টেশন চালু হয়।
১৯৮১- বেলিজ স্বাধীনতা লাভ করে।
১৯৮৫- ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেন চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।
২০০৫- চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন।

জন্ম
১৫৪৮- ইতালিয়ান স্থপতি ভিন্সেঞ্জো স্কামজ্জি।
১৬৭৫- ইংরেজ কবি উইলিয়াম সামারভিল।
১৮১০- আমেরিকান শিক্ষাবিদ ও ইতিহাসবিদ উইলিয়াম সেমুর টেইলার।
১৯২০- কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়।
১৯৫২- বেণী মাধব দাস, একজন প্রাজ্ঞ বাঙালি পণ্ডিত, শিক্ষক, এবং দেশপ্রেমিক।
১৯৫২- জিমি কনর্স, প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন।
১৯৬৬- মেক্সিকান এবং মার্কিন অভিনেত্রী, পরিচালক, এবং টেলিভিশন ও চলচ্চিত্র প্রযোজক সালমা ভালগারমা হায়েক জিমেনেয।

মৃত্যু
৪২১- রোমান সম্রাট কনস্টানটিয়াস।
১৮২০- চীন সম্রাট জিয়াকিং।
১৯১০- ফরাসি চিত্রশিল্পী অঁরি শো।
১৯৩৭- আধুনিক অলিম্পিক ক্রীড়ার উদ্যোক্তা পিয়ের দ্য কুবর্ত।
১৯৪৬- বাংলা গদ্যে চলিতরীতির প্রবর্তক প্রমথ চৌধুরী। বিংশ শতাব্দীর অন্যতম প্রাবন্ধিক, কবি ও লেখক প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের পাবনা জেলার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তিনি বাংলা সাহিত্যে প্রথম বিদ্রূপাত্মক প্রবন্ধ রচনা করেন। তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্যধারা সূচিত হয়। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজ পত্র বাংলা সাহিত্যে চলতি ভাষারীতি প্রবর্তনে আগ্রণী ভূমিকা পালন করে। একইসঙ্গে তিনি বাংলা সাহিত্যে ইতালিয়ান সনেট এর প্রবর্তক।
১৯৬৭- সংগীতকলাকার ওস্তাদ আয়েত আলী খাঁ।
১৯৬৯- ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হো-চি-মিন।
১৯৯ - বারবারা ম্যাকলিন্টক, নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী।

বাংলাদেশ সময়: ০০০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১৭
এনএইচটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।