ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

সংগীতশিল্পী অজিত রায়ের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৭
সংগীতশিল্পী অজিত রায়ের প্রয়াণ সংগীতশিল্পী অজিত রায়ের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৪ সেপ্টেম্বর, ২০১৭, সোমবার। ২০ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৪৯২ - ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন।
১৫৭১ - স্কটল্যান্ডে ক্যাথলিক অভ্যুত্থান।
১৮৭০ - ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন ক্ষমতাচ্যুত হন এবং থার্ড রিপাবলিক ঘোষণা করা হয়।
১৮৮২ - মার্কিন বিজ্ঞানী এডিসন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আবিস্কার করেন।
১৯০৪ - ব্রিটিশদের সঙ্গে দালাই লামার বাণিজ্যিক চুক্তি।
১৯১১ - বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয়।
১৯১৪ - প্রথম মহাযুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে জার্মানি যুদ্ধ ঘোষণা করে।
১৯৩০ - লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়।
১৯৩২ - ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়।
১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধ থেকে ফিনল্যান্ড নিজেকে প্রত্যাহার করে নেয়।
১৯৪৮ - নেদারল্যান্ডের রানি উইলহেলমিন পদচ্যুত হন।
১৯৭৫ - আরব-ইসরায়েল সংঘর্ষের ব্যাপারে সিনাই ইন্টারিম অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়।

জন্ম
১৫১৪ - বিখ্যাত ফরাসি ভাস্কর ‘জন গুজান’।
১৫৬৩ - চীনের সম্রাট ওয়ানলি।
১৮২৫ - ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ দাদাভাই নওরোজি।
১৮৪৬ - মার্কিন স্থপতি ড্যানিয়েল বার্নহ্যাম।
১৮৯০ - সাহিত্যিক এস. ওয়াজেদ আলি।
১৯০৮ - যুক্তরাষ্ট্রের প্রখ্যাত লেখক রিচার্ড রাইট।
১৯১৭ - হেনরি ফোর্ড দ্বিতীয়, মার্কিন শিল্পপতি।
১৯২৭ - জন ম্যাককার্থি, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৩৪ - ক্লিভ গ্রাঞ্জার, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ।
১৯৫২ - ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ঋষি কাপুর।

মৃত্যু
১৭৬৭ - ইংরেজ রাজনীতিক চার্লস টাউনশিপ।
১৯২৮ - কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমীর আলী।
১৯৬৫ - জার্মান দার্শনিক আলবার্ট সুইৎসার।
১৯৮৯ - ফ্রান্সের লেখক জর্জেস সিমেনন।
২০০৬ - অস্ট্রেলিয়ান প্রকৃতিবাদী ও টিভি ব্যক্তিত্ব স্টিভ আরউইন।
২০১১ - বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায়। তিনি ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার এবং সংগীত পরিচালক। রবীন্দ্রসংগীতের এই গুণী শিল্পী গণসংগীতও গেয়েছেন সমান দাপটে। চার দশকেরও বেশি সময় ধরে তার দৃপ্ত পদচারণায় মুখরিত ছিল আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডল। বরেণ্য এ সঙ্গীতজ্ঞ ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক। ষাটের দশকের মাঝামাঝি সময়কাল থেকে তিনি প্রতি বছর ভাষা আন্দোলনের বিশেষ দিন হিসেবে ২১শে ফেব্রুয়ারিকে স্মরণ করে একটি করে নতুন গান করে এসেছেন। এছাড়াও ষাটের দশকে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বাংলাদেশের জাতীয় সংগীত আমার সোনার বাংলা গানটিকে তিনি মাঠে-ময়দানে গেয়ে জনপ্রিয় করে তুলেছিলেন।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এনএইচটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।