ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর জন্ম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৭
হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীর জন্ম হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

৮ সেপ্টেম্বর, ২০১৭, শুক্রবার। ২৪ ভাদ্র, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৫০৪ - মিকেলেঞ্জেলোর ‘ডেভিড’ স্ট্যাচু ফ্লোরেন্সে উন্মোচন করা হয়।

১৮৩১ - গ্রেট ব্রিটেনের সম্রাট পদে চতুর্থ উইলিয়ামের রাজ্যাভিষেক।

১৯৬২ - চীন-ভারত সীমান্ত সংঘর্ষ শুরু।

১৯৯১ - যুগোস্লাভিয়া থেকে মেসিডোনিয়া স্বাধীনতা লাভ করে।

 

জন্ম

১৮৩০ - ফরাসি কবি ফ্রেদেরিক মিস্ত্রাল।

১৮৯২ - হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দী, বিখ্যাত বাঙালি রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি যুক্তফ্রন্ট গঠনের মূলনেতাদের মধ্যে অন্যতম। গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, তাই সুধী সমাজে 'গণতন্ত্রের মানসপুত্র' বলে আখ্যায়িত হন। ১৯৫৪ সালের নির্বাচনে মওলানা ভাসানী, আবুল কাশেম ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গঠিত যুক্তফ্রন্ট অভূতপূর্ব জয়লাভ করে। এরপর বগুড়ার মন্ত্রিসভায় আইনমন্ত্রী নিযুক্ত হন। আগস্ট ১১, ১৯৫৫ থেকে সেপ্টেম্বর ১, ১৯৫৬ পর্যন্ত তিনি পাকিস্তান আইনসভায় বিরোধী দলীয় নেতা ছিলেন। ১৯৫৬ সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়নে তার ভূমিকা উল্লেখযোগ্য। এছাড়া তিনি সেপ্টেম্বর ১২, ১৯৫৬ থেকে অক্টোবর ১১, ১৯৫৭ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তান নিরাপত্তা আইনে রাষ্ট্রবিরোধী কাজের অপরাধ দেখিয়ে তাকে জানুয়ারি ৩০, ১৯৬২ সালে গ্রেফতার করা হয়। আগস্ট ১৯, ১৯৬২ সালে তিনি মুক্তি পান। স্বাস্থ্যগত কারণে ১৯৬৩ সালে দেশের বাইরে যান এবং লেবাননের রাজধানী বৈরুতে অবস্থানকালে তিনি মারা যান।

১৯২৬ - স্বনামধন্য ভারতীয় সংগীত শিল্পী ভূপেন হাজারিকা।

মৃত্যু

১৯৪৯- জার্মান সংগীতজ্ঞ রিচার্ড স্ট্রাউজ।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এনএইচটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।