ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

প্রকাশ হলো ছায়া চক্রবর্তীর ‘বাদল শেষে ফাগুন হাওয়া’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
প্রকাশ হলো ছায়া চক্রবর্তীর ‘বাদল শেষে ফাগুন হাওয়া’ সঙ্গীত পরিবেশন করছেন শিল্পী ছায়া চক্রবর্তী ছবি: হোসাইন মোহাম্মদ সাগর

ঢাকা: প্রকাশ হলো রবীন্দ্র সংগীত শিল্পী ছায়া চক্রবর্তী’র রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘বাদল শেষে ফাগুন হাওয়া’।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন মাননীয় সংসদ সদস্য (রাজবাড়ী-১) কাজী কেরামত আলী এম.পি।

আরো উপস্থিত ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসানুজ্জামান কল্লোল, লেজার ভিশন এর চেয়ারম্যান এ.কে.এম আরিফুর রহমান সহ আরো অনেকে।

উল্লেখ্য, এই অ্যালবামটি শিল্পী ছায়া চক্রবর্তীর রবীন্দ্রসংগীতের তৃতীয় একক অ্যালবাম। এতে চারটি বর্ষার গান ও চারটি বসন্তের গান সহ মোট ৮টি গান স্থান পেয়েছে। অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন বিনোদ রায়।

অ্যালবামটি প্রসঙ্গে শিল্পী ছায়া কর্মকার বলেন- শারদীয় দুর্গা উৎসব সামনে রেখে এই নতুন অ্যালবামটি করা। এই অ্যালবামের সকল গানগুলোই রবীন্দ্রভক্তদের ভালো লাগবে।

মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নতুন অ্যালবাম থেকে দর্শকদের গান পরিবেশন করে শোনান শিল্পী ছায়া চক্রবর্তী।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৭
এইচএমএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।