ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার প্রয়াণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার প্রয়াণ ভাস্কো দা গামা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৪ নভেম্বর, ২০১৭, শুক্রবার। ১০ অগ্রহায়ণ, ১৪২৪ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৬৪২ - আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।

১৭৫৯ - বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।

১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা।

১৮৩১ - বিখ্যাত ব্রিটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।

১৮৫৯ - চার্লস ডারউইনের বিবর্তনবাদ সম্পর্কিত গ্রন্থ ‘অরিজিন অব দ্য স্পিসিস’ প্রথম প্রকাশিত হয়।

১৯১৪ - বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।

১৯৩৩ - বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।

১৯৫০ - ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।

১৯৯৫ - দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

২০১২ - বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

জন্ম
১৬৩২ - বারুখ ডি স্পিনোজা, ডাচ দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী।

১৬৫৫ - একাদশ চার্লস, সুইডেনের রাজা।

১৭৮৪ - জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।

১৮৬০ - কে পি বসু, গণিতজ্ঞ।

১৮৬৪ - অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।

১৯২৬ - সুং দাও লি, নোবেলজয়ী চীনা-মার্কিন পদার্থবিদ।

১৯৩০ - কেন ব্যারিংটন, বিখ্যাত ব্রিটিশ ক্রিকেটার। পুরো নাম কেনেথ ফ্রাঙ্ক ব্যারিংটন। বার্কশায়ারে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ ক্রিকেটার তিনি। তার সময়ে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন। এই ডানহাতি ব্যাটসম্যান ছিলেন পার্টটাইম লেগ-স্পিনারও। কাউন্টি ক্রিকেটে তার দল ছিল সারে।

মৃত্যু
১৫০৪ - প্রথম ইসাবেলা, স্পেনের ক্যাস্টিলের রানি।

১৫২৪ – ভাস্কো দা গামা, বিশ্বখ্যাত পর্তুগিজ নাবিক। জন্মগ্রহণ করেছিলেন পর্তুগালের দক্ষিণ-পশ্চিম উপকূলে সিনেস নামক একটি জায়গায় ১৪৬০ কিংবা ১৪৬৯ সালে। তিনিই প্ৰথম ইউরোপিয়ান ব্যক্তি যিনি সম্পূৰ্ণ সাগরপথ পাড়ি দিয়ে ভারতে উপস্থিত হন। তার ভ্ৰমণ আটলান্তিক মহাসাগরকে এবং ভারত মহাসাগরের সঙ্গে সংযোগ স্থাপন করে। ফলে পশ্চিমা সংস্কৃতির সাথে পাশ্চাত্য দুনিয়ার সেতুবন্ধন গড়ে ওঠে। এই ভ্ৰমণের ফলেই পর্তুগিজদের এশিয়া মহাদেশে দীৰ্ঘকালীন উপনিবেশ স্থাপনের পথ সুগম হয়েছিল৷

১৭৪১ - উলরিকা ইলিওনেরা, সুইডেনের রানি।

১৮৮৪ - হরচন্দ্র ঘোষ, বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার।

১৯৬৩ - লি হার্ভে অসওয়াল্ড, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী।

১৯৮২ - বারাক ওবামা সিনিয়র, কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৭
এনএইচটি/এএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।