বর্ণিল, নিপুণ সূক্ষ্ম হাতে জামদানি পল্লির কারিগরদের সীমাহীন ব্যস্ততা সময়ের চিত্র তুলে ধরেছেন বাংলানিউজের স্টাফ ফটো করেসপন্ডেন্ট শাকিল আহমেদ। যেকোনো কাপড় তৈরির ক্ষেত্রে অপরিহার্য উপাদান সুতা।
নোয়াপাড়ার জামদানি পল্লির একজন মালিক মো. ইসমাইল হোসেন দেখাচ্ছেন সম্পূর্ণ তৈরি করা শাড়ি। রাজধানীসহ সারা দেশে বিক্রেতারা ওই শাড়িটি কিনে নিয়ে যাবেন তিন হাজার টাকা দরে। কিন্তু ক্রেতারা কত দামে পাবে তার নেই কোনো নির্দিষ্টতা।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ১, ২০১৮
এএটি