ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বিদিত লাল দাসের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
বিদিত লাল দাসের জন্ম বিদিত লাল দাস। ছবি সংগৃহীত

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৫ জুন ২০১৮, শুক্রবার ১ আষাঢ় ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।


ঘটনা
১৭৫২ - মার্কিন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ঘুড়ির সাহায্যে বিদ্যুতের অস্তিত্ব প্রমাণ করেন।
১৭৫৯ - আওরঙ্গজেব আনুষ্ঠানিকভাবে আগ্রার সিংহাসনে বসেন।
১৮০৮ - জোসেফ বোনাপার্ট স্পেনের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৮৩৬ - যুক্তরাষ্ট্রের আরকানসাস ২৫তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৮৪৮ - জার্মানির চ্যান্সেলর বিসমার্ক বিখ্যাত ও ঐতিহাসিক বার্লিন শহরকে রাজধানী হিসাবে ঘোষণা করেন।
১৮৫৪ - কলকাতায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির উদ্যোগে প্রেসিডেন্সি কলেজ প্রতিষ্ঠিত হয়।
১৯৭৭ - দীর্ঘ ৪০ বছর পর স্পেনে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৮২ - রংপুর, যশোর ও কুমিল্লায় হাইকোর্ট স্থাপন।

জন্ম
১৯১৫ - টমাস ওয়েলার, নোবেলজয়ী (১৯৫৪) মার্কিন চিকিৎসক।
১৯১৬ - হার্বটি আলেকজান্ডার, নোবেলজয়ী (১৯৭৮) মার্কিন অর্থনীতিবিদ।
১৯৩৬ - বিদিত লাল দাস, লোকসঙ্গীত শিল্পী ও সুরকার। ১৯৩৮ সালের ১৫ জুন সিলেটের শেখঘাটে সম্ভ্রান্ত জমিদার পরিবারে জন্ম। তিনি হাছন রাজা, রাধারমণ দত্ত ও গিয়াস উদ্দিনসহ অনেক লোকসঙ্গীত শিল্পীর গানে সুর করেছেন। ‘মরিলে কান্দিসনে আমার দায়’, ‘সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী’ ও ‘আমি কেমন করে পত্র লিখি’ তার সুর করা উল্লেখযোগ্য গান। ২০১২ সালের ৮ অক্টোবর ঢাকায় মৃত্যু।
১৯৩৭ - শামসুজ্জামান খান, বাংলাদেশি লেখক।
১৯৮২ - আব্দুর রাজ্জাক, বাংলাদেশি ক্রিকেটার।

মৃত্যু
১৯৭১ - ওয়েনডেল স্ট্যানলি, নোবেলজয়ী (১৯৪৬) মার্কিন জৈবরসায়নবিদ।
২০১৪ - সরদার ফজলুল করিম, বাংলাদেশের বিশিষ্ট্য দার্শনিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, প্রবন্ধকার। ১৯২৫ সালের ১ মে জন্ম। দর্শন, ইতিহাস, সাহিত্য, সমাজ প্রভৃতি বিষয় তার কলমে প্রকাশ পেয়েছে। বাংলা একাডেমি পুরস্কার, স্বাধীনতা দিবস পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছেন। ২০১৪ সালের জুন ১৫ তারিখে ৮৯ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।