ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

ফিচার

লেগো দিয়ে তৈরি সুপার কার!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:১০, সেপ্টেম্বর ৪, ২০১৮
লেগো দিয়ে তৈরি সুপার কার! লেগো দিয়ে তৈরি বুগাত্তি শিরন

‘লেগো দিয়ে বাস্তবের সবকিছুই তৈরি সম্ভব’ এমনটাই দাবি এই ড্যানিশ কোম্পানির। কথাটা হয়তো মিথ্যা নয়। কারণ, এবার লেগো দিয়ে তিন মিলিয়ন ডলার মূল্যের সুপার কার বুগাত্তি শিরনের একটি পূর্ণাকৃতির রেপ্লিকা তৈরি করেছেন একদল ব্যক্তি। মজার ব্যাপার হলো, এই গাড়ি কেবল খেলনা নয়, মানুষ বহন করে চলতে ফিরতেও সক্ষম। বলা হচ্ছে, এযাবতকালে লেগোর সবচেয়ে আকর্ষণীয় সৃষ্টিকার্য এটি।

গাড়িটি তৈরি করতে ব্যবহৃত হয়েছে প্রায় ১০ লাখ লেগোর টুকরা যার ওজন প্রায় দেড় হাজার কেজি। এতে বসানো হয়েছে লেগোর মোটর।

৫৩ হর্সপাওয়ার উৎপন্ন করতে সক্ষম এই মোটরের সাহায্যে গাড়িটি ঘণ্টায় প্রায় ১৮ মাইল বেগে চলতে পারে।

জার্মানির উলফস্‌বার্গে গাড়িটির টেস্ট ড্রাইভ হয়, একই স্থানে আসল বুগাত্তি শিরনের টেস্ট ড্রাইভ সম্পন্ন হয়েছিল। লেগো বুগাত্তির টেস্ট ড্রাইভে চালকের ভূমিকা নেন বিখ্যাত মোটর রেসার অ্যান্ডি ওয়ালেস।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনএইচটি/এএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।