ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেনের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। 

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলা নিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

১৭ সেপ্টেম্বর, ২০১৮, সোমবার। ২ আশ্বিন, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  

ঘটনা
১৬৩০ - যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের প্রতিষ্ঠা।
১৭৮৭ - ফিলাডেলফিয়ার পেনিসেলভেনিয়ায় যুক্তরাষ্ট্রের সংবিধান স্বাক্ষরিত হয়।
১৮৭১ - সুইজারল্যান্ডে মন্ট সেনিস রেলওয়ে টানেলের উদ্বোধন।
১৯০৩ - মার্কিন যুক্তরাষ্ট্রের রাইট ভ্রাতৃদ্বয় অরভিল রাইট ও উইলবার রাইট সাফল্যের সঙ্গে উড়োজাহাজের উড্ডয়ন ঘটান।
১৯৪৪ - ওস্টল্যান্ড থেকে এস্তোনিয়ার স্বাধীনতা লাভ করে।
১৯৭৪ - বাংলাদেশ, গ্রানাডা ও গিনি-বিসাউ জাতিসংঘে যোগদান করে।
১৯৮৮ - সিউলে ১৬০টি দেশের অংশ গ্রহণে ২৪তম অলিম্পিক গেমসের উদ্বোধন।
২০০৫ - বাংলাদেশে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বানিজ্যিক ভাবে কয়লা উত্তোলন শুরু।

জন্ম
১৮২৬ - বের্নহার্ট রিমান, বিখ্যাত জার্মান গণিতবিদ।
১৮৬৭ - গগনেন্দ্রনাথ ঠাকুর, একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী, শিল্পরসিক এবং মঞ্চাভিনেতা।
১৯১৫ - মকবুল ফিদা হুসেন, জনপ্রিয় ভারতীয় চিত্রশিল্পী। তিনি এম এফ হুসেন নামেই বেশি পরিচিত। চল্লিশ দশকের শেষের দিকে তিনি চিত্রশিল্পী হিসাবে প্রথম পরিচিতি লাভ করেন। তার প্রথম একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয় ১৯৫২ সালে সুইজারল্যান্ডের জুরিখ শহরে। এর পরবর্তী কয়েক বছরে তার চিত্রকলা ইউরোপ ও আমেরিকায় ছড়িয়ে পড়ে। ১৯৬৬ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করে। এর পরের বছরই তিনি তার প্রথম চলচ্চিত্র ‘থ্রু দ্য আইজ অব আ পেইন্টার’ নির্মাণ করেন। এই চলচ্চিত্রটি বার্লিন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং গোল্ডেন বেয়ার পদকপ্রাপ্ত হয়। ১৯৭৩ সালে তিনি পদ্মভূষণ পুরস্কার পান, ১৯৮৬ সালে রাজ্যসভায় মনোনীত হন এবং ১৯৯১ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান।
১৯৩৪ - বিনয় মজুমদার, বাঙালি কবি।
১৯৪৪ - বিভু ভট্টাচার্য্য, বাঙালি অভিনেতা।
১৯৫০ - নরেন্দ্র মোদি, ভারতের প্রধানমন্ত্রী।

মৃত্যু
১৯৪৮ - এমিল লুধউইক, খ্যাতনামা জার্মান জীবনীকার।
১৯৫৪ - যতীন্দ্রনাথ সেনগুপ্ত, বাংলা ভাষার কবি।
১৯৬১ - আদনান মেন্দেরেস, তুরস্কের সাবেক প্রধানমন্ত্রী।
১৯৬৪ - নরেশচন্দ্র সেনগুপ্ত, সাহিত্যিক।
১৯৭৭ - উইলিয়াম টলবোট, ব্রিটিশ উদ্ভাবক ও ফটোগ্রাফির পুরোধা।

বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।