ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
 রুশ প্রেসিডেন্ট পুতিনের জন্ম রুশ প্রেসিডেন্ট পুতিন

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

০৭ অক্টোবর ২০১৮, রোববার। ২১ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯৫০- মাদার তেরেসা কলকাতায় ‘মিশনারিজ অব চ্যারিটি’ প্রতিষ্ঠা করেন।
১৯৫৮- পাকিস্তানে সামারিক শাসন জারি করা হয়।
১৯৯৪- এক বছরে চীন তৃতীয়বার পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ ঘটায়।

জন্ম
১৮৯৯- পূর্ব পাকিস্তানের গভর্নর গোলাম ফারুক খান।
১৯৫২- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিন।

রুশ প্রজাতন্ত্র বা রাশিয়ার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব ভ্লাদিমির পুতিন। তিনি ৩য় মেয়াদে ২০১২ সাল থেকে বিশ্বের দ্বিতীয় পরাশক্তি এ দেশটির প্রেসিডেন্ট। এর আগে ১৯৯৯ সাল থেকেই রুশ রাজনীতিতে তার নামটি উচ্চারিত হয়ে আসছে বড়সড়ভাবে। সেসময় তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে রুশ প্রজাতন্ত্রের দায়িত্ব নিয়েছিলেন।

পুতিন লেনিনগ্রাদ স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৫ সালে আইন বিভাগে ডিগ্রি অর্জন করেন।

মৃত্যু
১৮৪৯- মার্কিন সাহিত্যিক এডগার অ্যালান পো।
১৯৬৭- নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক ও সাংবাদিক নরম্যান অ্যাঞ্জেল।
২০১১- আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট রমিজ আলিয়া।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
টিএ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।