ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

এ কে ফজলুল হকের জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এ কে ফজলুল হকের জন্ম এ কে ফজলুল হকের জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’।

২৬ অক্টোবর, ২০১৮, শুক্রবার। ১১ কার্তিক, ১৪২৫ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯৩৪- মহাত্মা গান্ধীর উদ্যোগে গ্রামীণ শিল্প সমিতি প্রতিষ্ঠিত।
১৯৩৬- মাও সে তুংয়ের নেতৃত্বে চীনে লংমার্চ শুরু।
১৯৪১- আমেরিকায় সঞ্চয়পত্র বিক্রি শুরু।
১৯৪৭- ইরাক ব্রিটিশ সেনাদের দখল থেকে মুক্ত।
১৯৫২- পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন গঠিত।
১৯৫৫- অস্ট্রিয়ার স্বাধীনতা লাভ।
১৯৫৬- জাতিসংঘ আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশন প্রতিষ্ঠা করে।
১৯৬২- বিটলস এর ‘প্লিজ প্লিজ মি’ ও ‘আস্ক মি হোয়াই’ রেকর্ড।
১৯৭১- চীনের জাতিসংঘ সদস্যপদ লাভ।
১৯৮৮- ব্রিটেনের ‘বুকার প্রাইজ’ পান অস্ট্রেলীয় কথাশিল্পী পিটার কেরি।

জন্ম
১৮৭৩- আবুল কাশেম ফজলুল হক, বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৮৮০- আন্দ্রে বেলি, রুশ দেশের একজন প্রখ্যাত সাহিত্যিক।
১৮৮৮- কবি মোহিতলাল মজুমদারের জন্ম।  
১৯৭২- রিয়াজ, বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু
১৯৫৯- জার্মান ফুটবলার আন্দ্রিয়াস হিনযে।
১৯৭৯- দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি পার্ক চুং হি আততায়ীর হাতে নিহত।
১৯৮৯- নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ চার্লস জে. পেডেরসেন।
২০১৩- আমেরিকান গায়ক, গীতিকার এবং প্রযোজক আল জনসন।

বাংলাদেশ সময়: ০০১৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।