ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফিচার

নতুন করে চালু হচ্ছে দুবাই সাফারি পার্ক

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৮
নতুন করে চালু হচ্ছে দুবাই সাফারি পার্ক নেক আকর্ষণ নিয়ে ফের চালু হচ্ছে দুবাই সাফারি পার্ক।

নতুন প্রাণী, অ্যাডভেঞ্চার ভিলেজসহ আরও অনেক আকর্ষণ নিয়ে ফের চালু হচ্ছে দুবাই সাফারি পার্ক।

গত বছরের ডিসেম্বরে ১ কোটি ২৮ লাখ বর্গফুট প্রাকৃতিক নয়নাভিরাম অঞ্চল আর আড়াই হাজারের বেশি প্রাণী নিয়ে যাত্রা শুরু করে দুবাই সাফারি পার্ক। পরে চলতি বছরের মে মাসে আরও নতুন আঙ্গিকে সাজানোর জন্য ওয়াইল্ড পার্কটি বন্ধ করে দেওয়া হয়।

নেক আকর্ষণ নিয়ে ফের চালু হচ্ছে দুবাই সাফারি পার্ক। পার্কের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক রিয়েতকার্ক বলেন, নতুন সংযোজনে যুক্ত হচ্ছে, আফ্রিকান হাতি, ভাল্লুক, শিম্পাঞ্জি, কমোডো ড্রাগন ও নতুন জাতের অনেক পাখি।

বলা হচ্ছে, কমোডো ড্রাগন হলো বিশ্বের সবচেয়ে বড় গিরগিটি। এরা ঘণ্টায় ১৫ মাইল বেগে দৌড়াতে পারে। তীব্র ঘ্রাণশক্তি রয়েছে এ প্রাণীটির। নেক আকর্ষণ নিয়ে ফের চালু হচ্ছে দুবাই সাফারি পার্ক।  রিয়েতকার্ক বলেন, মে মাসের পর থেকে পার্কটি উন্নতকরণ ও সংস্কারের কাজ করা হয়। যাতে করে দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ হয়, শেখার ব্যাপারগুলো সমৃদ্ধ হয় এবং প্রাণীবৈচিত্র্য বাড়ে।

বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।