ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

ব্রিটিশ রাজনীতিবিদ চার্চিলের প্রয়াণ

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
ব্রিটিশ রাজনীতিবিদ চার্চিলের প্রয়াণ ব্রিটিশ রাজনীতিবিদ চার্চিলের প্রয়াণ

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

২৪ জানুয়ারি ২০১৯, বৃহস্পতিবার। ১১ মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১৯০৮- ব্রিটেনে বয়স্কাউট আন্দোলনের সূচনা।  
১৯৫২- মুম্বাইতে সর্বপ্রথম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু।
১৯৮৪- অ্যাপল ম্যাকিন্টশ বিক্রি শুরু হয়।

জন্ম
১৯২৪- ভারতীয় পরিচালক, পরিবেশক এবং চিত্রনাট্যকার সুভাষ ঘাই।
১৯৪৭- মার্কিন পদার্থ বিজ্ঞানী মিশিও কাকু।

মৃত্যু
১৮৭১- জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী ভিলহেল্ম ভাইৎলিং।
১৯৬৫- ব্রিটিশ রাজনীতিবিদ ও লেখক উইনস্টন চার্চিল।

তিনি যুক্তরাজ্যের দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন প্রধানমন্ত্রী হিসেবে অধিক পরিচিত। চার্চিলকে যুক্তরাজ্য ও বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা হিসেবে গণ্য করা হয়। প্রথম জীবনে তিনি ব্রিটিশ নৌবাহিনীর সদস্য ছিলেন। ১৯৫৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ২০০২ সালে বিবিসির এক জরিপে তিনি সর্বকালের সেরা ব্রিটেনবাসী হিসেবে মনোনীত হন।

১৯৬৫- বাঙালি কবি, গবেষক, পুথি ও লোকসাহিত্য সংগ্রাহক সাহিত্যরত্ন মুনশি আশরাফ হোসেন।
২০০৬- মার্কিন ভাষাবিজ্ঞানী পিটার ল্যাডিফোগিড।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।