ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

সুন্দরবনের দুবলার চরে...

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
সুন্দরবনের দুবলার চরে...

সুন্দরবনের দুবলার চর থেকে ফিরে: বাগেরহাট জেলার মোংলা উপজেলা সদর থেকে ৭০ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে এক ভূখণ্ডের নাম দুবলার চর। সুন্দরবনের মধ্যে এ চরটি যেন নৈসর্গিক সাজে সাজানো। চরটিতে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত শুঁটকি মাছ আহরণের জন্য জেলে, বহদ্দার, মাছ ব্যবসায়ীসহ অনেকের চলাচল থাকলেও বছরের অন্য সাতমাস থাকে প্রায় জনশূন্য। বাংলানিউজের ক্যামেরায় ঘুরে আসা যাক দুবলার চর।

.
ছোট ছোট সবুজ ভূখণ্ডকে আলাদা করেছে নদী-খালগুলো। দেখলেই চোখ জুড়িয়ে যায়।

.
নদীর চরে বনের পাশে খাবারের সন্ধানে এসেছে হরিণ। ফ্রেমবন্দি হয়ে গেলো বাংলানিউজের ক্যামেরায়।

.
সুন্দরবনের প্রাণ চেনা-অচেনা অসংখ্য গাছের বন।

.
বেলা পড়ে গেছে, তাই নদীর তীরেই রাত কাটাতে জেলেদের প্রস্তুতি।

.
নদীর সঙ্গে ছোট খালের সংযোগ, খালের দু’পাশে সবুজের সমারোহ।

.
নদীর তীরে খাবারের সন্ধানে এসেছে একদল বানর।

.
পড়ন্ত বিকেলে শুঁটকি বাছাইয়ে ব্যস্ত সময় পার করছেন দুবলার চরের জেলেরা।

.
এতো শুঁটকি! একটা সেলফি না তুললে কি হয়?
.
সুন্দরবনের বুক চিরে চলেছে মালবোঝাই বড় জাহাজ।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এএটি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।