ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিনে

বাবরের জন্ম-ইউটিউবের যাত্রা

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
বাবরের জন্ম-ইউটিউবের যাত্রা বাবরের জন্ম-ইউটিউবের যাত্রা

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

১৪ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার। ০২ ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
১১৩০- পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
১৮৫৯- অরেগন যুক্তরাষ্ট্রের ৩৩তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯১২- আরিজোনা যুক্তরাষ্ট্রের ৪৮তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
১৯১৮- সোভিয়েত ইউনিয়নে গ্রেগরীয় বর্ষপঞ্জি গৃহীত।
১৯১৯- পোলিশ-সোভিয়েত যুদ্ধ শুরু।
১৯৪৫- যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ ইবনে সৌদ ইউএসএস কুইন্সি জাহাজে সাক্ষাৎ করেন। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক আনুষ্ঠানিকভাবে সূচনা হয়।
১৯৪৯- ইসরায়েলের সংসদ নেসেটের অধিবেশন প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়।
২০০৫- লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি বৈরুতে নিহত হন।
২০০৫ - ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব চালু হয়।
ফেব্রুয়ারিতে চালু হওয়া এ সাইটটি বর্তমান ইন্টারনেট জগতের অত্যন্ত জনপ্রিয় ভিডিও শেয়ারিং মাধ্যম। এতে সদস্যরা ভিডিও আপলোড, শেয়ারিং ও স্ট্রিম করতে পারেন। এ সাইটটির প্রতিষ্ঠাতা পে-প্যালের তিন সাবেক চাকরিজীবী- চ্যড হারলি, স্টিভ চ্যন এবং বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম।

জন্ম
১৪৬৮- জার্মান যাজক ও গণিতবিদ জোহান্নেস ওয়ার্না‌র।
১৪৮৩- প্রথম মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবর।
তিনি ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি তৈমুর লংয়ের সরাসরি বংশধর এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। তিনি পানিপথের প্রথম যুদ্ধে দিল্লির লোদি রাজবংশের সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে এ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। ১৫৩০ সালের ২৬ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। বাবরের মৃত্যুর পর তার পুত্র হুমায়ুন সিংহাসনে আরোহণ করেন।

১৮৬০- জার্মান রাজনীতিবিদ, সাবেক ভাইস-চ্যান্সেলর ইউজেন স্কিফার।
১৯৩৩- ভারতীয় অভিনেত্রী ও গায়িকা মধুবালা।
১৯৫২- ভারতীয় আইনজীবী ও রাজনীতিবিদ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

মৃত্যু
৮৬৯- গ্রিক বিশপ, ভাষাবিদ ও পণ্ডিত সেইন্ট সিরিল।
১৩১৭- ইংল্যান্ডের রানি মার্গা‌রেট।
১১৬৬- মুসলিম ধর্মপ্রচারক আব্দুল কাদের জিলানী।
১৪০০- ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।
১৭৭৯- ব্রিটিশ নাবিক জেমস কুক। হাওয়াই দ্বীপের একজন স্থানীয় আদিবাসীর হাতে নিহত হন তিনি।
১৯৪৩- জার্মান গণিতবিদ ডাভিড হিলবের্ট।
১৯৯০- জার্মান গায়ক টনি হলিডে।
২০০৫- লেবানের ব্যবসায়ী ও রাজনীতিবিদ, লেবাননের ৬০তম প্রধানমন্ত্রী রফিক হারিরি।
২০১৫- মার্কিন কবি ফিলিপ লেভিন।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
টিএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।